হত্যাচেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিআইজি মোল্যা নজরুল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুবায়েদ হত্যাচেষ্টা মামলায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশানা থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুল হক এ রিমান্ড চেয়েছিলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২২ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে প্রগতি স্বরণীতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। সেখানে গুলিবিদ্ধ হন জুবায়েদ।

এই ঘটনায় জুবায়েদের বাবা হুমায়ুন কবীর গত ৫ অক্টোবর ৩৫ জনের নামে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় মোল্যা নজরুল ইসলাম এজহারনামীয় ৩৪ নং আসামি।