ঢাকা বারের ১৪৪ নেতাকর্মীর নামে মামলা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির বিভিন্ন কক্ষ ভাঙচুরের ঘটনায় ঢাকা বারের শীর্ষস্থানীয় নেতাসহ ১৪৪ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু। বাদীর জবানবন্দী গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতয়ালী থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, ঢাকা কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল প্রমুখ।

মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট আওয়ামী লীগের সমর্থনে একদল আওয়ামীলীগপন্থী আইনজীবী ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল বের করে। মিছিল শেষে তারা সমিতির বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন। 

বিজ্ঞাপন