শুক্রবার রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সৌদি আরবের এক পর্যবেক্ষক চাঁদ অনুসন্ধান করছেন, ছবি: সংগৃহীত

সৌদি আরবের এক পর্যবেক্ষক চাঁদ অনুসন্ধান করছেন, ছবি: সংগৃহীত

সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

বিজ্ঞাপন

প্রতিবেদন মতে, চাঁদ অনুসন্ধানে সক্ষম এমন ব্যক্তিদের প্রতি আবেদন জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে রমজানের চাঁদ দেখতে পান তাহলে তিনি যেন বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

এক্ষেত্রে চাঁদ দেখা ব্যক্তিকে নিকটস্থ কোর্টে বা সবচেয়ে নিকটস্থ সরকারি কেন্দ্রে গিয়ে চাঁদ দেখার তথ্য জানানোর জন্য উৎসাহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রমজানের চাঁদ দেখা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ এর মধ্যদিয়ে রমজানের সূচনা হয় যা বিশ্বব্যাপী মুসলিমদের জন্য রোজা, আধ্যাত্মিক সাধনা ও ঐক্যের প্রতীক।

এদিকে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল সেন্টার জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। প্রতিষ্ঠানটি জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের সুনির্দিষ্ট গণনার ভিত্তিতে চলতি বছরের ১ মার্চ শনিবার রমজানের প্রথম দিন হবে বলে আশা করা হচ্ছে। তবে বিষয়টি চাঁদ দেখার ওপরই নির্ভর করছে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেন, ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং দক্ষিণ ইউরোপে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যাবে। তবে আমেরিকার বিশাল অংশজুড়ে খালি চোখেই দেখা যাবে।