ঘুমের জন্য নবী কারিম (সা.) যে দোয়া পড়তেন

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘুমের জন্য নবী কারিম (সা.) যে দোয়া পড়তেন, ছবি: সংগৃহীত

ঘুমের জন্য নবী কারিম (সা.) যে দোয়া পড়তেন, ছবি: সংগৃহীত

রাতের ঘুম সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের রাতভর শুয়ে থাকার পরও দুচোখে ঘুম আসে না। হজরত রাসুলুল্লাহ (সা.) রাতে বিছানায় শোয়ার পর ঘুম না এলে একটি দোয়া পড়তেন। তা হলো-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

বিজ্ঞাপন

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বায়নাহুমাল আযিযুল গাফফার।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, প্রবল প্রতাপের অধিকারী। আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক। তিনি পরাক্রমশলী ক্ষমাশীল।

বিজ্ঞাপন

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, হজরত রাসুলুল্লাহ (সা.) যখন নির্ঘুম থাকতেন তখন তিনি এই দোয়া পড়তেন। -সুনানে নাসায়ি: ১০৭০০