রমজানে মসজিদে নববিতে দশ ভাষায় বিশেষ ক্লাস

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মসজিদে নববি, মদিনা মোনাওয়ারা, ছবি: সংগৃহীত

মসজিদে নববি, মদিনা মোনাওয়ারা, ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে উমরা পালনকারী ও জিয়ারতকারীদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মসজিদে নববির ধর্ম বিষয়ক বিভাগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, পবিত্র রমজানের বিশেষ পরিকল্পনা অনুসারে কর্তৃপক্ষ ২২০টি পবিত্র কোরআন শিক্ষা ক্লাসের আয়োজন করেছে। এসব ক্লাসে আগ্রহীরা কোরআন মাজিদ হেফজ করে তা শোনানোর সুযোগ পাবেন। রমজান শেষে এসব ক্লাসে অংশ নেওয়া সবাইকে সনদও প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এমনিতে বছরজুড়ে মসজিদে নববিতে সহিহ-শুদ্ধভাবে কোরআন শেখার ক্লাস চলে। পবিত্র রমজানে তা বাড়ানো হয়েছে।

অন্যদিকে ইংরেজি, বাংলা, উর্দূ, হাউসা ও মালয়সহ দশটিরও বেশি ভাষার মানুষের জন্য ইসলাম বিষয়ে জানার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মসজিদে নববির ভেতরে ও বাইরে ৩০ জন মুফতি ও আলেম নিয়োজিত থাকবেন, তারা মানুষকে সমস্যার শরয়ী সমাধান সম্পর্কে অবহিত করবেন।

বিজ্ঞাপন

এর বাইরে রমজানের আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে দর্শনার্থীদের জন্য ১২০টিরও বেশি অনুষ্ঠান হবে মসজিদে নববিতে। সেই সঙ্গে ইফতার আয়োজন ও জমজম বিতরণ তো রয়েছেই।

এর আগে, দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ সুদাইস গত ১৯ ফেব্রুয়ারি মদিনা মোনাওয়ারা সফর করে মসজিদে নববির ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠক করেন ও রমজানের পরিকল্পনা ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের সব কর্মসূচির লক্ষ্য পবিত্র মাসে দুই পবিত্র মসজিদের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া এবং দুই পবিত্র মসজিদে আগতদের সেবা করাকে অগ্রাধিকার দেওয়া। এ সময় তিনি রমজান উপলক্ষে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও ট্রাফিক পরিকল্পনার কথাও জানান।