যুদ্ধ বন্ধে ফের ট্রাম্প-পুতিনের ফোনালাপ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যুদ্ধ বন্ধে ফের ট্রাম্প-পুতিনের ফোনালাপ

যুদ্ধ বন্ধে ফের ট্রাম্প-পুতিনের ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা শুরু করতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুই নেতার ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপে যুদ্ধ বিরতির বিষয়েই সিংহভাগ আলোচনা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 

বিজ্ঞাপন

ফোনালাপের পর হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি ও অবকাঠামোতে যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রক্রিয়া শুরুতে দুই নেতাই একমত হয়েছেন। খুব শিগগিরই শান্তি প্রক্রিয়া শুরু করতে মধ্যপ্রাচ্যে আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সংঘাত বন্ধে দুই নেতা একমত হয়েছেন। এছাড়াও মধ্যপ্রাচ্যে কৌশলগত অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়েও তারা একমত হয়েছেন। এছাড়াও ইরানের বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ট্রাম্প ও পুতিন ইউক্রেনে যুদ্ধ বিরতির প্রয়োজনীয়তা ও শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন।

এক্স পোস্টে ক্যারোলিন লিয়াভিট বলেন, ‘দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার মাধ্যমে এই যুদ্ধ বন্ধের বিষয়ে দুই নেতাই একমত।’

দুই পক্ষই রাশিয়া ও আমেরিকার মধ্যে আরও ভালো সম্পর্ক স্থাপনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানান তিনি। ক্যারোলিন লিয়াভিট বলেন, রাশিয়া এবং ইউক্রেন এই যুদ্ধে যে পরিমাণ রক্ত ও সম্পদ খরচ করছে, তা দুদেশের জনগণের জন্য ব্যবহার করাই মঙ্গল। এই সংঘাতের কোনো প্রয়োজন ছিল না এবং অনেক আগেই এটা শেষ হতে পারত।

ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনার বিষয়েও দুই নেতা কথা বলেছেন বলে জানান তিনি।

ফোনালাপের পর ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই প্রেসিডেন্টই ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিস্তারিত ও খোলামেলাভাবে নিজেদের মতামত তুলে ধরেছেন।