গাজায় নিহত বেড়ে সাড়ে ৩'শ, বাদ যায়নি অন্তঃসত্ত্বা নারীও
-
-
|

ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩'শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নারী, শিশু, বৃদ্ধসহ অন্তঃসত্ত্বা নারীও।
মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। এসব হামলায় আহতদের সংখ্যা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে প্রতিনিয়তই চিকিৎসাকেন্দ্রে বাড়ছে আহত এবং নিহত মানুষের সংখ্যা।
হামলার বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার জন্য ইসরায়েল অবরুদ্ধ ও অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর বিশ্বাসঘাতকদাপূর্ণ আক্রমণ চালিয়েছে।
এদিকে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা গাজায় স্থল আক্রমণের হুমকি দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইসরায়েলের আক্রমণ যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে এবং বিমান হামলার বাইরেও বিস্তৃত হবে। যা গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সম্ভাব্য স্থল অভিযানে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়।
এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, জিম্মি হওয়া সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই হামলা চলমান থাকবে। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, গাজায় যুদ্ধ থামাতে হলে, বন্দীদের ফিরে দিতে হবে।