জিম্মিদের মুক্তি পর্যন্ত চলবে হামলা; সহানুভূতি দেখাবে না ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জিম্মি হওয়া সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই হামলা চলমান থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। 

মঙ্গলবার (১৮ মার্চ) গাজায় চলমান ভয়াবহ বিমান হামলার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জাতিসংঘকে উদ্দেশ করে একথা জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর গাজাজুড়ে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত ২'শরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে করা এই পোস্টে ড্যানি ড্যানন বলেন, ইসরায়েলি বিমানবাহিনী হামাসকে লক্ষ্য করে গাজার একাধিক আক্রমণ শুরু করেছে। আমরা শত্রুদের প্রতি কোনো সহানুভূতি দেখাব না। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, সকল বন্দীকে ফিরিয়ে না আনা পর্যন্ত এই হামলা থামবে না।

বিজ্ঞাপন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, গাজায় যুদ্ধ থামাতে হলে, বন্দীদের ফিরে দিতে হবে। আমরা তাদের ফিরে আনার জন্য দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, গাজাজুড়ে চলমান ভয়াবহ বিমান হামলার পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল ইসরায়েল। 

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান কেবল ইসরায়েলকে নয়, বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়। তাই তাদের চরম মূল্য দিতে হবে।