ট্রাম্পের সাথে পরামর্শ করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল: হোয়াইট হাউস
-
-
|

ছবি: সংগৃহীত
গাজাজুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল ইসরায়েল। এই হামলায় ইতোমধ্যে ১৭০ জনেরও অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, গাজায় সর্বশেষ আক্রমণ শুরু করার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান কেবল ইসরায়েলকে নয়, বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়। তাই তাদের চরম মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান-সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। কারণ তিনি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না।
মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ১৭০ জনে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।