নর্থ মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নর্থ মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৯

নর্থ মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৯

নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে মর্মান্তিক এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫২ জন। 

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে সেখানকার পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) স্থানীয় সময় ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে ‘পালস ক্লাব’ নামের ওই নাইটক্লাবটিতে আগুন লাগে। এ সময় সেখানে প্রায় ৫০০ মানুষ দেশটির জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে’র কনসার্ট উপভোগ করছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বের হওয়ার পথ সংকীর্ণ থাকার কারণে অনেকেই বের হতে পারেননি। গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য বুলগেরিয়া, গ্রিস, সার্বিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোর্দানা সিলিয়ানভস্কা-দাভকোভা।

বিজ্ঞাপন

বিবৃতি দিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পানচে তস্কোভস্কি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কনসার্ট চলাকালে পটকা জাতীয় আতশবাজির আগুন ছাদে লাগে, যা দাহ্য পদার্থ দিয়ে তৈরি ছিল। এরপর মুহূর্তেই আগুন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, ব্যান্ডের পারফরম্যান্স চলাকালে দুটি আতশবাজি জ্বলে ওঠে এবং আগুন দ্রুত ছাদে ছড়িয়ে পড়ে। তখনো অনেক দর্শক ক্লাবে ছিলেন এবং কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস