আইসক্রিম খাওয়ার দায়ে মায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
-
|

ছবি: সংগৃহীত
আইসক্রিম খেয়ে ফেলার অপরাধে মাকে জেলে পাঠাতে পুলিশ ডেকেছে ৪ বছরের শিশু।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মাউন্ট প্লেজেন্টে এ মজার ঘটনা ঘটে। ছেলের এমন অভিমানী কাণ্ডে অবশ্য মাকে জেলে যেতে হয়নি। তবে শিশুটি তার আইসক্রিম খাওয়ার অধিকার আদায় করে নিয়েছে ঠিকই।
জানা যায়, বাসার ফ্রিজে রাখা আইসক্রিম খেয়ে ফেলে শিশুটির মা। পরবর্তীতে ফ্রিজ খুলে আইসক্রিম দেখতে না ফেলে অত্যন্ত রেগে যায় শিশুটি। এরপরই ৯১১ নম্বরে ফোন করে মায়ের বিরুদ্ধে অভিযোগ করল সে।
দায়িত্বরত অফিসার ফোন রিসিভ করলে শিশুটি জানায়, আমার মা খুব খারাপ আচরণ করেছে। সে আমার আইসক্রিম খেয়ে ফেলেছে!
প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও শিশুটির অভিযোগ শুনে রীতিমতো অবাক পুলিশ। এরপর, শিশুটির মা ফোনটি নিয়ে অপরাধ স্বীকার করেন এবং জানান, তার ছেলের বয়স মাত্র ৪ বছর। আইসক্রিম না পেয়ে এতটাই রেগে গিয়েছিল যে, পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নিয়েছে সে।
তবে এ ঘটনা ছেড়ে না দিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের দুই নারী অফিসার। সাথে করে নিয়ে যান আইসক্রিম। এতে গলে যায় শিশুটির মন। সরে আসে মাকে জেলে দেওয়ার সিদ্ধান্ত থেকে।
পুলিশের দেওয়া আইসক্রিম পেয়ে খুশিতে সে জানায়, আমি একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম, কিন্তু সে আমার আইসক্রিম খেয়ে ফেলে!