নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড; নিহত ৫১, আহত শতাধিক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নর্থ মেসিডোনিয়ার কোচানিতে একটি নাইটক্লাবে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।

রোববার (১৬ মার্চ) স্থানীয় সময় ভোরের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচানির একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তোশকোভস্কির মতে, স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্ট চলাকালীন রাত ২টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তিনি জানান, নাইটক্লাবে ব্যবহৃত আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

তোশকোভস্কি বলেন, এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে, কিন্তু ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।