যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিল কানাডা

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রফতানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা উল্লেখ করে কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড বলেছেন, ট্রাম্প যদি তাদের পদক্ষেপ বাড়ায়, তাহলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবেন।

সোমবার (১০ মার্চ) থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হবে। সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিদ্যুতের ওপর শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নিউ ইয়র্ক এবং মিশিগান অঙ্গরাজ্যের প্রায় ১৫ লাখ আমেরিকান গ্রাহক প্রভাবিত হবেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের উদ্দেশ্যে ফোর্ড বলেন,  বিশ্বাস করুন, আমি এটা করতে চাই না। আমি আমেরিকান জনগণের জন্য খারাপ বোধ করছি। কারণ এই বাণিজ্য যুদ্ধের জন্য তারা দায়ী নয়। এর জন্য একজনই দায়ী, তিনি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

জানা গেছে, এই শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকান গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল প্রায় ১০০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। আর কানাডার অন্টারিও সরকার আশা করছে, এই শুল্ক বৃদ্ধি প্রতিদিন তাদের ৩ থেকে ৪ লাখ কানাডিয়ান ডলার বাড়তি রাজস্ব আনবে। এই অর্থ অন্টারিওর অর্থনীতিকে সহায়তা করবে।

বিজ্ঞাপন