কারামুক্ত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
-
-
|

ইউন সুক ইওল
দক্ষিণ কোরিয়ায় সিউল সেন্টাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গত ৭ মার্চ সিউলের একটি আদালত ইয়ুনের গ্রেফতারি পরোয়ানা বাতিল করে। এর একদিন পর গতকাল শনিবার (৮ মার্চ) তিনি কারাগার থেকে মুক্ত হলেন।
কারাগার থেকে বেরিয়ে আসার পর ইউনকে তার সমর্থকদের দিকে হাত নাড়তে দেখা গেছে। কারাগারের সামনে জড়ো হওয়া মানুষের সামনে হাত উঁচু করে তিনি মাথা নত করেন। এসময় তিনি দক্ষিণ কোরিয়া ও মার্কিন পতাকা উত্তোলন করেন।
আইনজীবীদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সিউল কেন্দ্রীয় জেলা আদালতের অবৈধতা সংশোধনের সাহস এবং সিদ্ধান্তের’ প্রশংসা করেছেন ইউন।
অভিশংসিত প্রেসিডেন্ট বিবৃতিতে তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যারা তার অভিশংসনের বিরুদ্ধে অনশনে করছেন, তাদের এই মুহূর্তে অনশন কর্মসূচি বন্ধ করতে বলেছেন।
গত ১৯ জানুয়ারিতে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় ইয়ুনকে আটক রাখার মেয়াদ বেড়েছিল। ইউনের আইনজীবীরা তখন সেই পরোয়ানা অবৈধ বলে যুক্তি দেখিয়ে তা বাতিলের জন্য আদালতে আপিল করেন।
শুক্রবার সেই আপিলের পক্ষেই রায় দিয়ে আদালত জানিয়েছে, ইউনকে আটক রাখাটা অন্যায়।
সিউলে ইউনের মুক্তির দাবিতে ৫৫ হাজার এরও বেশি মানুষ সমাবেশ করেছে। মুক্তির দিন আদালতের সামনে ৩২ হাজার মানুষ বিক্ষোভ করে। এই বিক্ষোভ তার গ্রেফতারি পরোয়ানা বাতিলে প্রভাব রেখেছে বলে ধারণা করা হচ্ছে।