ইউক্রেনকে ১৯৫ মিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দিবে ফ্রান্স

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ফ্রান্স ১৯৫ মিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেবে বলে জানিয়েছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।

রোববার (৯ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে ফ্রান্স ইউক্রেনকে ১৯৫ মিলিয়ন ইউরোর সামরিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।

ফরাসি মন্ত্রী আরও জানিয়েছেন, ফ্রান্স ইউক্রেনে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানসহ পুরানো সামরিক সরঞ্জাম স্থানান্তর ত্বরান্বিত করছে।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা ক্রয়ের জন্য ২.৮৪ বিলিয়ন ডলার ঋণ প্রদানের জন্য ইউকে ১ মার্চ ইউক্রেনের সাথে অনুরূপ চুক্তিতে পৌঁছানোর পরপরই এই ঘোষণা দিয়েছেন লেকর্নু।

এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে। যেখান থেকে প্রতিবছর ৩.২ বিলিয়ন ডলার মুনাফা পাওয়া যাচ্ছে।