পর্যটকদের আকর্ষণে চীনে তুষারবিহীন তুষার গ্রাম

  • ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শীতের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা ছুটে আসেন চীনের সিচুয়ান প্রদেশের বিখ্যাত চেংডু স্নো ভিলেজে। তবে এ বছর তাদের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত দৃশ্য! যেখানে পর্যটকেরা সাদা বরফের পরিবর্তে তুলার চাদরে ঢাকা তুষারবিহীন তুষার গ্রাম দেখতে পান।

জানুয়ারির শেষের দিকে চেংডুর আবহাওয়া ছিল অস্বাভাবিক উষ্ণ, যার ফলে তুষারপাত হয়নি। কিন্তু পর্যটকদের আকৃষ্ট করতে এবং গ্রামটির শীতকালীন সৌন্দর্য বজায় রাখতে চেংডু স্নো ভিলেজে কর্তৃপক্ষ কৃত্রিমভাবে তুষার তৈরির উদ্যোগ নেয়। তুলার উল ও সাবান পানির মিশ্রণে তারা বরফের পরিবেশ তৈরি করে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

কিন্তু তাদের এই প্রচেষ্টা আশানুরূপ ফল আনতে পারেনি। পর্যটকরা খুব তাড়াতাড়িই বুঝতে পারেন যে এগুলো সত্যিকারের তুষার নয়, বরং কৃত্রিমভাবে সাজানো। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো নিয়ে সমালোচনা শুরু হয়, যেখানে কেউ কেউ একে তুষারবিহীন তুষার গ্রাম বলে ব্যঙ্গ করেন।

এই বিতর্কের পর চেংডু স্নো ভিলেজ কর্তৃপক্ষ দর্শনার্থীদের কাছে ক্ষমা চান এবং টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয়। তারা স্বীকার করে যে তাদের এই কৌশল পর্যটকদের হতাশ করেছে। একইসঙ্গে ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর কিছু না করারও প্রতিশ্রুতি দেন তারা ।

বিজ্ঞাপন

চীনের এই ঘটনা শুধু পর্যটনের ওপর প্রভাব ফেলেনি, বরং জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকেও সামনে এনেছে। চীনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটি প্রতিনিয়ত তীব্র দাবদাহ এবং অপ্রত্যাশিত আবহাওয়া পরিবর্তনের সম্মুখীন হচ্ছে, যা ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

তুষারবিহীন তুষার গ্রামের এই ঘটনা তাই শুধু পর্যটন শিল্পের নয়, বরং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।