নতুন ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘সবুজ গ্রাম পাথরের শহর’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন, মায়মুনা মম ও সালাহউদ্দিন লাভলু

‘সবুজ গ্রাম পাথরের শহর’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন, মায়মুনা মম ও সালাহউদ্দিন লাভলু

আগামীকাল থেকে বৈশাখী টিভি পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’। নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সালাহউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, সেমন্তী সৌমি, মায়মুনা মম, একে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরো অনেকে।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নাটকটি নির্মাণ করেছেন রুমান রুনি।

বিজ্ঞাপন
‘সবুজ গ্রাম পাথরের শহর’ ধারাবাহিকের পোস্টার

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘‘সবুজ গ্রাম পাথরের শহর’ ধারাবাহিকটি মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতই সহজ সরল ছিলো, অন্যদিকে শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলিন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবন-যাপনের সবকিছু। যে কারণে, গ্রামের সহজ সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে তেমনি চিত্রায়িত হয়েছে ইট পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তব চিত্র। যাদের হৃদয় যেন আজ পাথরের মতোই শক্ত। গ্রামে-গঞ্জ-শহরে একই চিত্র। নানা ঘাত-প্রতিঘাত, অসংগতি আর বৈষম্য সমাজ তথা রাষ্ট্র উন্নয়নে দারুণ অন্তরায়। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ নাটকের কিছু মানুষ এগিয়ে আসে। কেউ সফল হয় কেউ হয় না। কিন্তু তাদের সংগ্রাম থেমে থাকে না, নিয়ত এগিয়ে চলে সামনের দিকে। বরাবরের মতো আমার এ গল্পের নাটকটিও দর্শকেরও ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

টিপু আলম মিলন

ধারাবাহিকটি প্রচার হবে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে। বৈশাখী টিভি ইনহাউজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান।

বিজ্ঞাপন