বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন নৃত্যশিল্পী আলিফ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ

নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ এ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হিসেবে পুরস্কৃত হলেন সময়ের তরুণ নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ। গত ২২ ফেব্রয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। এটি ছিলো বাবিসাসের ২৪ তম আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। দেশ বরেণ্য মিডয়া ব্যাক্তিত্বের উপস্থিতিতে মুখরিত ছিলো অডিটোরিয়াম।

বিজ্ঞাপন
নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ

মোফাসসাল আলিফ দেশের পাশাপাশি সমান তালে দেশের বাইরেও পারফরম্যান্স করে যাচ্ছেন।

বাংলাদেশের নাচ আন্তর্জাতিক পর্যায়ে মাথা উচু করে দাঁড়াবে এটাই তার চাওয়া। সে লক্ষ্যেই নিজের নৃত্যদল 'অ্যালিফিয়া স্কোয়াড' নিয়ে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন