প্রশংসিত ‘নীল সুখ’-এ মার্সেল-পূজার ‘বৈরী বাতাস’

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাঁধন সরকার পূজা ও শাহরিয়ার মার্সেল

বাঁধন সরকার পূজা ও শাহরিয়ার মার্সেল

ছোটপর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী আজ তার বিয়ে নিয়ে রয়েছেন আলোচনায়। তবে গত কয়েকদিন তিনি প্রশংসায় ভাসছেন তার সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’-এর জন্য।

এ সময়ের অন্যতম মেধাবী নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত এই ছবিতে গান রয়েছে তিনটি। যার মধ্যে দুটি রবীন্দ্রসঙ্গীত ও একটি মাত্র মৌলিক গান। প্রথমে রবীন্দ্রসঙ্গীত দুটির ভিডিও মুক্তি দেওয়া হয়। একেবারে শেষে এসেছে এই ছবির মৌলিক গান ‘বৈরী বাতাস’। কারণ এই গানের ভিডিওতেই গল্পের গোমর ফাঁস হয়। তাই নির্মাতা সচেতনভাবেই গানটি শেষে মুক্তি দিয়েছেন।

বিজ্ঞাপন
‘নীল সুখ’ ওয়েব ফিল্মের পোস্টারে মেহজাবীন চৌধুরী ও রেহান

তবে কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই গানের ক্ষেত্রেও তাই হয়েছে। ‘বৈরী বাতাস’ মুক্তির পর থেকে এর সুর ও গায়কীর জন্য প্রশংসা কুড়াচ্ছেন লুৎফর হাসান, শাহরিয়ার মার্সেল ও বাঁধন সরকার পূজা। লুৎফর হাসানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। আর তাতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী পূজার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার মার্সেল।

গানটি নিয়ে পূজা বার্তা২৪.কমকে বলেন, ‘‘মানুষের মাঝে দেরীতে এলেও গানটির রেসপন্স আমাকে মুগ্ধ করেছে। ভালো গান হলে দর্শক-শ্রোতার কাছে পৌঁছবেই, সেটা যতো সময়ই লাগুক না কেন। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছিলো দর্শকের পছন্দ হবে। মার্সেল সাধারনত সুর আর সঙ্গীত কওে, গানে কণ্ঠ দেয় না। কিন্তু এই গানটিতে সে গেয়েছে, এবং এতো চমৎকার গেয়েছে যে গানটি ভিন্ন মাত্রা পেয়েছে।’’

বিজ্ঞাপন
বাঁধন সরকার পূজা ও শাহরিয়ার মার্সেল

পূজা আরও বলেন, ‘‘আমি ‘নীল সুখ’ দেখেছি বড়পর্দায়। তবে এখন আর সেই সুযোগ নেই। সবাইকে বলবো ভিকি জাহেদের মতো মেধাবী নির্মাতার কাজ, মেহজাবীনের মতো দক্ষ অভিনেত্রীর অভিনয় দেখতে হলেও আপনারা বিঞ্জে গিয়ে ‘নীল সুখ’ দেখুন। আশা করি আমাদের গান ও পুরো ছবিটি আপনাদের মন জয় করবে।’’