নারী ভক্তকে চুমু দিয়ে বিতর্কে, যা বললেন উদিত নারায়ণ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ

প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ

চলতি কনসার্ট-এ হাজার হাজার মানুষের মধ্যে এক নারী ভক্তের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়ে ৭০ ছুঁই ছুঁই প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ নিন্দার মুখে পড়েছেন। যদিও অভিযোগ বা সমালোচনা গায়ে মাখতে নারাজ উদিত; বরং দাবি করেছেন, তিনি ‘ভদ্রলোক’। ভক্তদের ভালোবাসা উপেক্ষা করতে চান না।

কনসার্ট-এ উদিতের সঙ্গে গাইছিলো মিলনায়তন ভর্তি দর্শক। মঞ্চের সামনে পালাক্রমে কয়েকজন নারী ভক্ত আসেন সেলফি তুলতে। সেলফির আবদার মেটালেন। কিন্তু এক নারী ভক্ত যেন বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি প্রিয় শিল্পীকে কাছে পেয়ে গালে চুমু খেয়ে ফেলেন। আর তখনই ঘটে অঘটন! গায়ক আরও এককাঠি বেশি রসিক হয়ে ওঠেন। একেবারে নারী ভক্তের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে সোজা ঠোটে ঠোট রাখেন!

বিজ্ঞাপন

এই ঘটনায় সেই নারী ভক্ত যেন হকচিকয়ে ওঠেন। তার সঙ্গে কি হয়ে গেলো সেটি বুঝেই উঠতে পারছিলেন না। এই ভিডিওটুকুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে! জনপ্রিয় গায়কের এমন আচরণ খুব একটা ভালো চোখে দেখছেন না ভক্তরা। ‘উদ্ভট’ আচরণের জন্য শিরোনাম হলেন বলিউড গায়ক উদিত নারায়ণ।

প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ

নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন স্বয়ং উদিত। সামাজিক যোগাযোগমাধ্যমেই ব্যাখ্যা তথা জবাব দিলেন। তার ভাষ্যে, ‘ভক্তদের আবদার রাখতে, তাদের খুশি করতে চুমু খাওয়া কোনো বড় ইস্যু না।’ সেই সঙ্গে নিজেকে নিপাট ভদ্রলোক বলেও সম্বোধন করেছেন অসংখ্য জনপ্রিয় গানের এ গায়ক।

বিজ্ঞাপন

‘প্যাহেলা নেশা’, ‘অ্যা ম্যারা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী উদিতের বক্তব্য এমন, ‘আমাকে খুব ভালোবাসে ভক্তরা। তারা জানে আমরা কেমন মানুষ। আমরা নিপাট ভদ্র। বহু মানুষ আমাদের অনুপ্রেরণা দেন। তারা তাদের ভালোবাসা এভাবেই প্রকাশ করেন। এটাকে এত বড় ইস্যু করার কোনো যৌক্তিকতা নেই। প্রচুর ভিড় হয়েছিল। আমার সঙ্গে দেহরক্ষীরাও ছিলেন। কিন্তু ভক্তরা আমার কাছে আসতে চেয়েছেন। একটু সেলফি তোলার আবদার করেছেন। কেউ আবার হ্যান্ডসেক করতে চেয়েছেন। অনেকেই আমার সঙ্গে শুধু হাত মিলিয়েছেন আবার কেউ কেউ হাতে চুমু খেয়েছেন। এগুলো ভক্তদের আনন্দ, তাঁদেরকেও তো খুশি করতে হয়। তাই এগুলো নিয়ে অযথা কথা বলা ঠিক না। বৃথা।’

উদিত নারায়ণ আরও লিখেছেন, ‘আমার পরিবারে কোনো বিতর্ক নেই। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আদিত্যও খুব চুপচাপ। কোনো বিতর্কে জড়ায় না। আমি যখন স্টেজে গান গাই, তখন ভক্তরা এই রকমই আবদার করে। আমাদেরও উচিত ওদের খুশি করা। দীর্ঘ ৪৬ বছর আমি বলিউডে কাজ করছি। কখনো আমার ইমেজ নষ্ট হয়নি। ভক্তরা আমাকে সব সময় ভালোবেসেছে। আমিও হাতজোড় করে তাদের ভালোবাসাকে সম্মান করেছি। একটাই কথা মনে হয়, এই সময়টা যদি আর ফিরে না আসে।’

প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ

তবে এ ভিডিও যে এআই দিয়ে বানানো নয়, তা উদিত নারায়ণের বক্তব্যেই স্পষ্ট।