রহস্যঘেরা পারভীন ববির বায়োপিকে তৃপ্তি দিমরি

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তৃপ্তি দিমরি ও পারভীন ববি

তৃপ্তি দিমরি ও পারভীন ববি

বলিউডের যে ক’জন তারকাকে নিয়ে মানুষের অপার আগ্রহ তার মধ্যে পারভীন ববি একজন। কারণ তার জীবন ছিলো রহস্যে ঘেরা। অতি দ্রুত লাইমলাইটে চলে এসে অভিনয়, নাচ, আবেদন আর বৈচিত্র্যময় ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে চারিদিকে হইচই ফেলা দেওয়া পারভীন একেবারেই অল্প বয়সে না ফেরার দেশে চলে যান। সেই মৃত্যু ঘিরে রয়েছে আজও রহস্য।

এবার এই আলোচিত নায়িকার জীবনের গল্প আসতে চলেছে পর্দায়। তবে এই বায়োপিক সিনেমা হলের জন্য নয়। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে পারভীন ববির জীবনিভিত্তিক এই সিরিজটি। ওটিটিতে এই উত্তেজনাপূর্ণ প্রজেক্ট দেখার জন্য সবাই আগ্রহী থাকবে এটাই স্বাভাবিক।

বিজ্ঞাপন
তৃপ্তি দিমরি

দর্শকের সবচেয়ে নজর থাকবে কে পরভীন ববির চরিত্রে অভিনয় করবেন সেটি দেখার জন্য। বলিউডভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার আজ এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে এই চরিত্রটির জন্য তৃপ্তি দিমরিকে চূড়ান্ত করা হয়েছে।

ফিল্মফেয়ার আরও লিখেছে, ‘তৃপ্তির কাছ থেকে শুটিংয়ের জন্য সিডিউলও নিয়ে ফেলেছেন নির্মাতা সোনালি বোস এবং তার দল। এই কাঙ্খিত প্রকল্পের শুটিং শুরু করার জন্য দ্রুত কাজ চলছে।’

বিজ্ঞাপন
তৃপ্তি দিমরি

পারভীন ববি বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেতা কবির বেদীর সাথে ঘনিষ্ট সম্পর্কে জড়িত ছিলেন। ফলে এই দুটি চরিত্রও এই সিরিজের গল্পের অংশ হয়ে ওঠে কিনা তাও দেখতে আকর্ষণীয় হবে। যদি চরিত্র দুটি থাকে তাহলে কোন অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন তা দেখাটা আরও বেশি উত্তেজনাপূর্ণ হবে।