সিনেমার ব্যবসা যখন মন্দা, তখনও পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে ধরে রেখেছিলেন মধুমিতা সিনেমা হলের বর্তমান কর্ণধার ইফতেখার নওশাদ। কিন্তু শেষরক্ষা আর হলো না। সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২২ সালে প্রতিষ্ঠানটি ৫০ বছর অতিক্রম করায় বছরজুড়ে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করে। ঐতিহ্য ধরে রাখতে হলটিকে আধুনিকায়ন করা হয়েছিলো। কিন্তু দেশে চলচ্চিত্রের বাজারের ধারাবাহিক মন্দায় ঐতিহ্যবাহী সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মালিক। আসছে রোজার ঈদে উৎসবের সিনেমা চালিয়ে সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ইফতেখার নওশাদ গণমাধ্যমকে বলেন, ‘সিনেমা নাই, কী করবো হল চালু রেখে। যে সিনেমা মুক্তি পাচ্ছে সেইগুলো তো সিনেপ্লেক্সের সিনেমা। আমাদের হলে চালানোর মতো না। বছরে এত লস গুনে গুনে তো টিকে থাকা যায় না। তাই আসছে রোজার ঈদের সিনেমা চালানোর পর চিরতরেই মধুমিতা বন্ধ করে দেবো।’
জানা যায়, সিনেমা হলটি ভেঙে সেখানে উঠবে বহুতল বাণিজ্যিক ভবন। তবে সেখানে মাল্টিপ্লেক্স থাকবে বলেও জানিয়েছেন নওশাদ।
বিজ্ঞাপন
গণমাধ্যমকে ইফতেখার নওশাদ আরও বলেন, ‘এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান হলেও এই শহরের সিনেমাপ্রেমীদের জন্য একটা ইমোশন, নস্টালজিয়া। কিন্তু পারছি না। বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। তবে নতুন ভবনে মাল্টিপ্লেক্স করার ইচ্ছে রয়েছে। দেখা যাক কতটা কি করতে পারি।’
উল্লেখ্য, প্রায় অর্ধশত বছর পেরিয়েছে মধুমিতা হল। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ এ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হিসেবে পুরস্কৃত হলেন সময়ের তরুণ নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ। গত ২২ ফেব্রয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। এটি ছিলো বাবিসাসের ২৪ তম আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। দেশ বরেণ্য মিডয়া ব্যাক্তিত্বের উপস্থিতিতে মুখরিত ছিলো অডিটোরিয়াম।
নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ
মোফাসসাল আলিফ দেশের পাশাপাশি সমান তালে দেশের বাইরেও পারফরম্যান্স করে যাচ্ছেন।
বাংলাদেশের নাচ আন্তর্জাতিক পর্যায়ে মাথা উচু করে দাঁড়াবে এটাই তার চাওয়া। সে লক্ষ্যেই নিজের নৃত্যদল 'অ্যালিফিয়া স্কোয়াড' নিয়ে কাজ করে যাচ্ছেন।
এভাবে আর কত দিন নাটক করতে পারব জানি না: মোমেনা চৌধুরী
মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
|
মোমেনা চৌধুরী
বিনোদন
৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত মোমেনা চৌধুরী। থিয়েটার, টিভি নাটক ও চলচ্চিত্র- সমৃদ্ধ হয়েছে তার অভিনয়ে। মঞ্চে উপহার দিয়েছেন ‘লাল জমিন’-এর মতো জনপ্রিয় একক নাটক। এবার এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি আসছেন নাট্যকার পরিচয়ে। তার নিজের দল ‘শূন্যন’-এর নতুন নাটক ‘আত্মজয়’ মঞ্চে আসছে আগামী ২৭ ফেব্রয়ারি। এই নাটক ও সমসাময়িক বিষয়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণএকক মঞ্চ নাটক ‘লাল জমিন’-এর দৃশ্যে মোমেনা চৌধুরী
নতুন নাটক ‘আত্মজয়’ নিয়ে কিছু বলুন...
আমরা পুরোদমে রিহার্সেল করছি প্রতিদিন। কারণ নাটকটি আর দুদিন পরেই দর্শকের সামনে আসছে। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে। নির্দেশনা দিচ্ছেন শামীম সাগর। ‘আত্মজয়’ আমারই লেখা, পাশাপাশি অভিনয়ও করছি। অভিনয়শিল্পী হিসেবে আরও রয়েছেন তাহমিনা সুলতানা মৌ, রাফিউল রকি, মুনিরা রহমান ও তানভীর সানি। মঞ্চ পরিকল্পনা করেছেন অভিনেতা প্রাণ রায়। শিল্প নির্দেশনা দিয়েছেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। কোরিওগ্রাফী করেছেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান আর পোশাক পরিকল্পনা করেছেন সামিউন জাহান দোলা। আমাদের পুরো টিমের নামগুলো এ কারণে উল্লেখ করলাম যাতে সবাই বুঝতে পারেন যারা কাজ করছেন তারা যার যার জায়গায় কতটা দক্ষ। এই প্রমাণিত টিম নিয়ে আমরা আসছি, আশা করছি দর্শক আমাদের নতুন প্রযোজনা পছন্দ করবেন।
নতুন নাটক ‘আত্মজয়’-এর দৃশ্যে রকি ও তাহমিনা সুলতানা মৌ
শিল্পকলা নিয়ে সম্প্রতি একাধিক অস্থিরতার খবর এসেছে। কতোটা দর্শক সাড়া পাবেন এই মুহূর্তে?
আসলেই শিল্পকলায় আগের মতো সেই গমগমে অবস্থাটা আর নেই। আমরা দু’দিনেও ৫০টির বেশি লিফলেট বিতরন করতে পারিনি। কারণ তেমন কোন লোকই এখন শিল্পকলায় আসছে না। দর্শকখরা প্রচণ্ড, তারমধ্যে মঞ্চ নাটকের পৃষ্ঠপোষকতার জন্য সরকারি কিংবা কর্পোরেট থেকে কোন সহায়তা আমরা পাই না। এই নাটকটির জন্যও অনেক কোম্পানির কাছে গিয়েছে, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। তারপরও আমরা নতুন নাটক আনছি, শুধু প্রাণের তাগিদে। জানি না এভাবে আর কয়দিন আমরা শিল্পমনা মানুষ নাটক করতে পারব। প্রতিবারই নতুন নাটক করার সময় ভাবি, আর করবো না। কিন্তু সেটি মঞ্চে আসার পর দর্শকের প্রতিক্রিয়া দেখে আবারও নতুন স্বপ্ন বুনতে শুরু করি। নতুন গল্প, নতুন চরিত্র, নতুন আইডিয়া মাথায় খেলা করতে থাকে। যতোক্ষণ সেটি বাস্তবায়ন না করতে পারি আরাম পাই না!
নতুন নাটক ‘আত্মজয়’-এর পোস্টার
এমন পরিস্থিতিতেও ‘আত্মজয়’-এর গল্পটা দর্শকের সামনে কেন আনতে ইচ্ছে করলো?
এটাই তো শিল্পস্বত্তার তাড়না। আমরা চেষ্টা করি আমাদের সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সমাজকে এমনকিছু বার্তা দিতে যা খুবই প্রয়োজনীয়। যেমন, আত্মজয়-এর গল্প আত্মহত্যাকে ‘না’ বলা নিয়ে। আমরা দেখছি, বর্তমানে আত্মহত্যা প্রবণতা আগের তুলনায় বেড়েছে। ফেসবুক লাইভে এসে অনেকে আত্মহত্যা করছে। এই চর্চা কিংবা মনেবৃত্তি সমাজের জন্য কি পরিমাণ ভয়াভয় সেটা আমরা সবাই বুঝতে পারি। এ থেকে উত্তরণের হয়তো অনেক পথই আছে, কিন্তু আমি যেহেতু শিল্পী তাই আমার বক্তব্য তুলে ধরতে ও সচেতনতা বাড়াতে নাটককেই বেছে নিয়েছি।
মোমেনা চৌধুরী
দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয় করছেন। এ পর্যায়ে এসে নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন?
অভিনয়জীবন আমাকে যা দিয়েছে সেটার কোন তুলনা হয় না। আমার কোন আক্ষেপ নেই, কোন ক্ষোভ নেই। আমি পুরস্কারের আশায় কিংবা কোন পদ-পদবীর আশায় তো অভিনয়টা করতে আসিনি। এসেছি আমার শিল্পী মনকে তুষ্ট করতে, আমার সমাজচেতনা দর্শকের মধ্যে পৌঁছে দিতে, তাতে যদি একটি মানুষেরও উপকার হয় সেটিই আমার সার্থকতা। এসবের বাইরে দেশের আনাচে-কানাচে এতো মানুষের ভালোবাসা, সম্মান পেয়েছি যা পুরোটাই বাড়তি প্রাপ্তি বলে মনে করি। তবে সামগ্রিকভাবে সংস্কৃতি অঙ্গন নিয়ে বেশ চিন্তিত। আবার কবে থিয়েটার হল কানায় কানায় দর্শকে ভরে উঠবে, আমরা একটু আর্থিকভাবে নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারব এই চিন্তা করি। তবে আমি আশাবাদী মানুষ, এই অসময় থাকবে না।
মেয়ে নভেরা রহমানকে নিয়ে মোমেনা চৌধুরী
আপনার মেয়ে নভেরা রহমানও অভিনেত্রী। তাকে নিয়ে কিছু বলুন?
প্রথমেই বলতে চাই নভেরার বয়সে আমি ওর মতো এতো জানাশোনা, বোঝা, পরিপক্ক অভিনেত্রী ছিলাম না। আমি যা শিখেছি পুরোটাই কাজ করতে করতে। আর ও তো থিয়েটারের মধ্যেই বড় হয়েছে। এরপর আবার কানাডায় নাটক নিয়েই পড়তে পাঠিয়েছিলাম। সুতরাং এই সাবজেক্টে তার পড়াশুনা আবার চেয়ে অনেক বেশি। সে আমার থেকে অনেক ভালো অভিনেত্রী। তবে সে কতোটা সিরিয়াসলি কাজ করবে তার ওপর নির্ভর করে কতোদূর যাবে। আমি মা হিসেবে সবটুকু সমর্থন দিয়ে চলেছি। যদিও আমরা দুজন ইন্ডিভিজুয়্যাল আর্টিস্ট, ফলে আমরা কি কাজ করবো সে ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিই। কিন্তু একটি কাজে ঢোকার পর সেটিকে বেটার করার জন্য একে অপরের পরামর্শ সব সময় নিয়ে থাকি। তবে আমার মধ্যে মা বলে কোন কিছু চাপিয়ে দেবার স্বভাব একেবারেই নেই।
কবি হেলাল হাফিজের জীবনের গল্পে নির্মিত হয়েছে ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’
বিনোদন
কবি পরিচয়ের বাইরেও প্রয়াত কবি হেলাল হাফিজের আরেকটি পরিচয় হচ্ছে, তিনি ছিলেন একজন তুখোড় প্রেমিক পুরুষ। কিন্তু প্রেমিক হিসেবে তিনি ব্যর্থ। মৃত্যুর আগ পর্যন্ত কাটিয়েছেন ব্যর্থ প্রেমের যন্ত্রণা নিয়ে। চোখে জল আনার মতো জীবনের গল্প রয়েছে তার। সেই গল্পই এবার পর্দায় নিয়ে এলেন নির্মাতা রুবেল আনুশ।
হেলাল হাফিজের জীবনের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন নাটক ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’। নাটকটিতে হেলাল হাফিজের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তন্নি মাহমিদ তৃণা।
নাটকে দেখা যাবে- কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরীর সাথে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন! দারোগার মেয়ের সাথে স্কুল শিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সাথে ঢাকায়। হেলাল হাফিজও চলেন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তার এক মাত্র কবিতার বই বের হয়। নাম ‘যে জলে আগুন জ্বলে!’ হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেন কে উপহার দেন। হেলেন দেখেন পুরো কবিতার বই জুড়ে কবির আকুতি তাকে না পাওয়ার। হেলেন সে কবিতার বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান। স্বামী তাকে তালাক দেয়। নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখতে হয়।
‘কি যেন ভুলতে চেয়েছিলাম’ নাটকের দৃশ্য
হেলাল হাফিজ মৃত্যুর আগ পর্যন্ত সেই প্রেমকে বয়ে নিয়ে বেড়িয়েছেন। আর কখনো বিয়ে করেননি তিনি।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার যে ঘটনা ঘটতে যাচ্ছে
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
‘দেবদাস’, ‘কাঞ্চনজজ্ঞা’ ও ‘মন্থন’ ছবির পোস্টার
বিনোদন
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেসের অস্কার একাডেমি জাদুঘর অব মোশন পিকচার্স ভারতের ১২টি আইকনিক ও ক্ল্যাসিক সিনেমার প্রদর্শনীর আয়োজন করছে। ‘ইমোশন ইন কালার: আ ক্যালিডোস্কোপ অব ইন্ডিয়ান সিনেমা’ শিরোনামের এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ৭ মার্চ-১৯ এপ্রিল পর্যন্ত।
১২টি ক্ল্যাসিক সিনেমার মধ্যে রয়েছে সত্যজিৎ রায় নির্মিত সিনেমা ‘কাঞ্চনজঙ্ঘা’। সেইসাথে রয়েছে হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই অভিনীত ‘যোধা আকবর’ থেকে শাহখরুখ খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই অভিনীত ‘দেবদাস’ এর মতো সিনেমাও।
‘যোধা আকবার’ ছবিতে হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই
ভারতের সিনেমার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই আয়োজন। ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, নির্মাতা এবং সংরক্ষণবাদী শিবেন্দ্র সিং সুচিন্ততভাবে সিনেমাগুলো বাছাই করে এই আয়োজনের ব্যবস্থা করেছেন।
ভারতীয় সিনেমায় রঙের চমৎকার খেলা, দৃশ্যমান গল্প বলার ঢঙ এবং সিনেমায় ইমোশনাল যে অনুরণন ঘটে, সেসব বিষয়কে গুরুত্বসহকারে উপস্থাপন করাও এই আয়োজনের গুরুত্বপূর্ণ দিক।
বলিউড সিনেমার ‘অমর আকবর অ্যান্থনি’র পোস্টার
আসন্ন চলচ্চিত্র প্রদর্শনীতে ক্লাসিক এবং প্রশংসিত ভারতীয় সিনেমাগুলো দেখানো হবে। ১২টি সিনেমার মধ্যে আছে মেহবুব খান পরিচালিত ‘মাদার ইন্ডিয়া (১৯৫৭’); শ্যাম বেনেগাল এবং মনমোহন দেশাই পরিচালিত ‘মন্থন (১৯৭৬)’ এবং ‘অমর আকবর অ্যান্থনি (১৯৭৭)’, আরিবাম শ্যাম শর্মার মণিপুরি সিনেমা ‘ঈশানৌ (১৯৯০)’, অরবিন্দন গোবিন্দনের মালায়ালাম সিনেমা ‘কুম্মাট্টি (১৯৭৯)’; কেতন মেহতার হিন্দি সিনেমা ‘মির্চ মসালা (১৯৮৭)’, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস (২০০২)’, আদিত্য চোপড়ার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫)’, আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘যোধা আকবর (২০০৮), সত্যজিৎ রায়ের বাংলা সিনেমা ‘কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)’, কুমার শাহানির হিন্দি সিনেমা মায়া দর্পণ (১৯৭২), এবং মণি রত্নম পরিচালিত তামিল সিনেমা ইরুভার (১৯৯৭)।
মণি রত্নম পরিচালিত তামিল সিনেমা ইরুভার (১৯৯৭) দিয়ে বড়পর্দায় অভিষেক হয় ঐশ্বরিয়ার। নায়ক ছিলেন মোহনলাল