নারী দিবসে নতুন এক লুকে হাজির হলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী তারিন জাহান। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘বিডি বাজেট বিউটি বাংলাদেশ ওমেন স্প্রিট ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ময়ূর নাচ পরিবেশন করেন তিনি। এ অনুষ্ঠানে ৫০ জন নারী উদ্যোক্তা ও ফ্রন্টলাইনারকে সম্মাননা দেওয়া হয়।
ছবি: ফিল্ম এক্সপ্রেস
মিরর লাইফস্টাইলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তারিনের পারফরম্যান্সের ছবিগুলো ফটোগ্রাফি সংস্থা সামাজিক যোগামাধ্যমে শেয়ার করে। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মন কেড়ে নেন তারিন।
বিখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক-এর সদস্য জেনি কিম’র নামে এলো বলিউড মিউজিক কপি করার অভিযোগ। ভক্তদের মধ্যে বিশ্ববিখ্যাত এই তারকাকে নিয়ে হচ্ছে তর্ক-বিতর্ক।
আসছে জেনি কিমের প্রথম একক অ্যালবাম ‘রুবি স্টুডিও অ্যালবাম।’ সম্প্রতি সেই অ্যালবামের জেনির নতুন গান ‘লাইক জেনি’র একটি অংশ টিজারে প্রকাশ করা হয়। প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন জেনি। নেটিজেনদের দাবি, এই গানটিতে বলিউড সিনেমার ‘রানি’ গানের সুর নকল করে ‘জেনি’ বসিয়ে ব্যবহার করা হয়েছে।
জেনির প্রথম একক অ্যালবামের একটি গান প্রকাশ পেয়েছে। ৭ মার্চ আসবে ২য় গান ‘লাইক জেনি’। এই গানের টিজার প্রকাশের পর ‘রানি’ অ্যান্থমের সঙ্গে শুরু হয় তুলনা। দুইটি গানের সুর প্রায় হুবহু একইরকম। জেনির গান প্রকাশের পরেই ভারতীয় ভক্তরা কমেন্ট সেকশনে জেনিকে নকল করার জন্য সমালোচনা করতে শুরু করে।
২০২৩ সালে প্রকাশ পায় ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। কর্ণ জোহরের প্রযোজনায় সিনেমায় অভিনয় করেন রণবীর সিং এবং আলিয়া ভাট। ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া ভাটের চরিত্রের নাম ছিল রানি। তার চরিত্রের থিম মিউজিক ডিরেক্ট করেছিলেন মিউজিক ডিরেক্টর প্রিতম। সেই মিউজিক কপি করেছেন কোরিয়ান সঙ্গীতশিল্পী জেনি।
তবে অনেকে জেনির পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, দুটো গানে কোনো মিল নেই। রানি গানে ভারতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে, যা জেনির গানের সঙ্গে মিল নেই। কেবল মিল বলতে দু’টো গানের প্রবাহে নামের বারবার রিপিট হওয়াকে বলা যেতে পারে। তবে এতে গান চুরি করা হয়েছে- তা বলা চলে না।
বিনোদন জগতে একজনের কাজ থেকে অন্য কারো অনুপ্রাণিত হওয়া খুবই স্বাভাবিক। প্রিতমের নামেও এর আগে বহু গান নকল করার অভিযোগ ছিল ভক্ত-সমালোচকদের। তার বিখ্যাত গানের সঙ্গে কোরিয়ান মিউজিকের মিল খুঁজে পেয়েছেন অনেকে। এবার পাশা উল্টে তার গানের নকল হওয়ারই গুঞ্জন উঠলো। অনেক সময় এইরকম সুর চুরির ঘটনায় আদালত অবধি মামলা গড়ায়। আসলেই দু’টো গান কতটা মিল তা বোঝা যাবে ৭ মার্চ, ‘লাইক জেনি’ প্রকাশ পাওয়ার পর।
প্রকাশ পেল ঢালিউড কিং শাকিব খানের প্রতিক্ষিত সিনেমা ‘বরবাদ’- এর টিজার। গত কয়েক বছরে তিনি কাজ করছেন আগের তুলনায় কম, তবে প্রতিটি কাজই প্রশংসা পাচ্ছে। বরবাদও সে ধারার ব্যতিক্রম নয়। তবে শাকিবের সিনেমা এলেই আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় সমানতালে। বরবাদ সিনেমায় শাকিব খানের দৃশ্যায়নে চরিত্রের মৌলিকতা নিয়ে উঠছে প্রশ্ন। টিজার দেখে শাকিব ভক্তরা আপ্লুত হয়ে অভিনেতার প্রশংসায় ভাসছেন। দেশে-বিদেশে অনেক সমালোচক শাকিব খানের এটিটিউডের প্রশংসা করেছেন। তবে অন্য পাশে হচ্ছে সমালোচনা।
‘বরবাদ’–এ শাকিব খান। টিজার থেকে
রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’ থেকে অনুপ্রাণিত হয়েছে বরবাদ সিনেমা। তুমুল আলোচিত এবং ব্যবসাসফল বলিউড মুভি থেকে কপি করা হয়েছে শাকিব খানের লুকস এবং হিংস্র গ্যাংস্টারের চরিত্র- এমনটাই দাবি ভক্তমহলের একপক্ষের। শাকিবের চরিত্র, ড্যামকেয়ার এটিটিউড, টিজারের শুরুতে নারী সংলাপ, বাবা চরিত্রে মিশা সওদাগর এমনটি টিজারের শেষ দিকে হেলিকপ্টারের সামনে অস্ত্রহাতে শাকিব খানের বিচরণের সাথেও অ্যানিমেল সিনেমার এয়ারপোর্ট সিনের মিল খুঁজে বের করেছেন অনেকে।
‘বরবাদ’–এর টিজার দেখে একাধিক ইউটিউব সমালোচকের মন্তব্য, সিনেমাটি মৌলিক গল্পের নাও হতে পারে। হতে পারে কোনো অ্যাকশন সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত। ‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অ্যানিমেলের সঙ্গে মিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে গণমাধ্যমে মেহেদী হাসান বলেন, ‘এটি একদমই আলাদা একটি গল্প। এখানে আমরা আগে বলেছি অ্যানিমেল সিনেমার ভায়োলেন্সের সঙ্গে দর্শক কিছুটা মিল পাবেন। শুধু এটুকুই। এর মানে এই নয়, সিনেমাটি কপি। এটা আমরা আগেই বলেছি। দর্শক ভায়োলেন্স সিনেমাগুলোর মধ্যে অনেক বিষয়েই মিল পাবেন। সেগুলো সিনেমার উপকরণ, গল্পের প্রয়োজনে দেখানো হয়। এর মানে এই নয়, পুরো গল্পটি এক। এটুকু বলব, দর্শকদের জন্য নতুন কিছু আসছে। এ জন্য সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে এসে দেখতে হবে।’
‘বরবাদ’–এ ইধিকা পাল। টিজার থেকে
চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে বরবাদ। তার একমাস আগে প্রকাশ করা হয়েছে ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার। তবে এই সময়ের মধ্যেও গল্পের মূল ভিত্তি বেশ স্পষ্ট। প্রতিটি মূল চরিত্রে এবং তাদের ভূমিকার ঝলক দেখা গেছে। তবে টিজার জুড়ে রাজত্ব ছিল প্রধান চরিত্রে অভিনয় করা শাকিব খানের। হিংস্র গ্যাংস্টার রুপে পর্দায় এসে ভয় ধরিয়েছেন তিনি।
‘বরবাদ’ ছবির টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খানকে! যেমনটা আগে দেখেননি তার ভক্তরা। টিজারে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা। আরেক বিশাল চমক দেখা গেল টিজারের একদস শেষ ভাগে। অল্প কয়েক সেকেন্ডে দেখা যায় ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তর চরিত্রকেও। শাকিব খানের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে তাকে। ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’-এও দেখা গেল ইধিকা পালকে, এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। সুপার স্টার শাকিব খান এবার মেগাস্টার তকমা নিয়ে হাজির হয়েছেন। বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন।
‘বরবাদ’–এ যীশু সেনগুপ্ত। টিজার থেকে
স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও এতটুকু ভেঙ্গে পড়েননি বলিউড তারকা হিনা খান। মারণরোগ থাবা বসালেও আনন্দ-উৎসব থেকে মোটেই বিমুখ নন তিনি। তাকে দেখা যাচ্ছে ফ্যাশন শো কিংবা ফটোশুটে।
আর এখন নিজের ধর্ম পালনে ব্যস্ত এই নায়িকা। নিয়ম মেনে রোজা পালন করছেন হিনা। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে হিনা লিখেছেন, ‘রমজান মুবারক। আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরী টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।’
Caption
ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত।
পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা। নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন অভিনেত্রী। টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।
Caption
ইনস্টা হ্যান্ডেলে জিমে গিয়ে শরীরচর্চার একটি ছবিও শেয়ার করেছিলেন হিনা। উপোস করে রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা।
ছবি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করিছ। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন...তোমরা সবাই কেমন আছ?’
Caption
কঠিন অস্ত্রোপচারের পর হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না হিনার। সেই পথ অতিক্রম করা মোটেই সহজ ছিল না। জিমে ওয়ার্কআউট সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা বজায় রাখা খুব কঠিন ছিল। বিশেষ করে কঠিন অস্ত্রোপচারের পর। তবুও আমি হাল ছাড়িনি।’
বেশ অনেকটা সময় ধরেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জাকে ঘিরে। প্রেম করছেন এই তারকা জুটি, এমন খবরে সয়লাব শোবিজ অঙ্গন। তবে এবার প্রেমের খবর ছাপিয়ে গুঞ্জন পৌঁছাল বিয়ে পর্যন্ত। শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন! সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে।
যদিও দু’জনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
গতকাল (৩ মার্চ) ছিলো ‘তুফান’ নির্মাতা রায়হান রাফীর জন্মদিন। নিজ বাসাতেই জন্মদিনের প্রথম কেকটি কেটেছেন তিনি। যেখানে রাফীর একপাশে দেখা গেছে তার মা, অন্যপাশে দেখা গেছে তমা মির্জাকে।
নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। এরপর রাফীর জন্মদিনে সারপ্রাইজ পার্টিও আয়োজন করেন তমা। সেখানে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, রেদোয়ান রনি, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি, তানজিয়া জামান মিথিলা থেকে শুরু করে অনেক তারকা।
রাফীর জন্মদিনে সারপ্রাইজ পার্টির আয়োজন করেন তমা
সেসব ছবি ছড়িয়ে পড়তেই রাফী ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।
যদিও রাফী বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি।
এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফীকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।
রায়হান রাফী ও তমা মির্জা
রায়হান রাফীর পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে। সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।