অস্কার ২০২৫: যা নিয়ে নিন্দায় মুখর নেটিজেন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্কার মঞ্চে পারফর্ম করেন দোজা ক্যাট, রে ও লিসা

অস্কার মঞ্চে পারফর্ম করেন দোজা ক্যাট, রে ও লিসা

বিতর্ক ছাড়া অস্কার অনুষ্ঠান, এ তো ভাবাই যায় না। চলতি বছরের অনুষ্ঠানেও তেমনই কিছু ঘটেছে। দর্শকদের মতে, উল্লেখযোগ্য কেলেঙ্কারি জেমস বন্ডের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

হাতবদল ঘটেছে জেমস বন্ডের। গত মাসে অ্যামাজন এমজিএম স্টুডিয়ো ও আয়ন ফিল্মসের মধ্যে নতুন চুক্তি অনুযায়ী, মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি আর জেমস বন্ডের প্রযোজক নন। নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচন-সহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম স্টুডিয়ো। উল্লেখ্য, অস্কারের সঙ্গে বন্ডের ‘বন্ডিং’ ছয় দশকের। ৯৭তম অস্কারে তাই জনপ্রিয় কিংবদন্তি ব্রিটিশ গুপ্তচরকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠান শুরুর ৯০ মিনিট পরে মঞ্চস্থ হয় এই বিশেষ পর্ব। যদিও এই অনুষ্ঠান নাকি ছুঁতে পারেনি অস্কার দর্শকদের মন। যা তারা সমাজমাধ্যমে সরাসরি জানিয়েছেন।

বিজ্ঞাপন
অস্কার মঞ্চে পারফর্ম করেন কে পপ তারকা লিসা

বিশেষ পর্ব শুরু হয় অভিনেত্রী মার্গারেট কোয়ালির নাচ দিয়ে। তিনি বন্ডের থিম গানের সঙ্গে নাচেন। ১৯৭৩ সালের ‘লিভ অ্যান্ড লেট ডাই’ ছবির থিম গান ধরেন কোরিও গায়িকা লিসা। ডোজা ক্যাট শোনান ‘ডায়মন্ডস আর ফরএভার’ ছবির থিম। শেষে রে পরিবেশন করেন ‘স্কাইফল’ ছবির গান।

স্বাভাবিক ভাবেই এই বিশেষ পর্ব দর্শকমন ছুঁয়ে যাবে, আশা ছিল আয়োজক এবং অংশগ্রহণকারী শিল্পীদের। কিন্তু হল কই! সমাজমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে নানা মন্তব্য। যার বেশির ভাগই নেতিবাচক। দর্শকদের দাবি, এ বারের অস্কারের সবচেয়ে খারাপ মুহূর্ত নাকি ‘জেমস বন্ড শ্রদ্ধাঞ্জলি পর্ব’! কেন তাদের এ রকম মনে হয়েছে? অনেকের মনেই বিষয়টি নিয়ে পাল্টা কৌতূহল তৈরি হয়েছে। সে প্রসঙ্গেও সমাজমাধ্যমে বক্তব্য রেখেছেন বিরক্ত দর্শক। কারও দাবি, “বিশেষ পর্ব এতটাই দীর্ঘ যে, দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছিলাম!” এই মঞ্চে নতুন জেমস বন্ডের নাম ঘোষণা হবে, এমনটাও আশা করেছিলেন বেশির ভাগ দর্শক। কিন্তু তা হয়নি। স্বাভাবিক ভাবেই তারা তাই হতাশ এবং বিরক্ত।

বিজ্ঞাপন
অস্কার মঞ্চে পারফর্ম করেন দোজা ক্যাট

তারা প্রশ্ন তুলেছেন, “নতুন জেমস বন্ডের নাম যদি না-ই ঘোষিত হবে, তা হলে এই বিশেষ পর্বের অর্থ কী? আমরা এ সবের একবিন্দু মানে বুঝতে পারিনি।”