বুলবুল বিশ্বাসের পরিচালনায় তমা মির্জা
-
-
|

তমা মির্জা
‘রাজনীতি’ ছবিতে দক্ষ পরিচালনার হাত দেখিয়েছেন তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস। তার পরিচালিত এই সিনেমায় শাকিব খান, অপু বিশ্বাসসহ অনেক তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করেন।
‘রাজনীতি’র পরই বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত হয়ে যান বুলবুল বিশ্বাস। এবার এই নির্মাতা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিজ্ঞাপনচিত্র পরিচালনা করছেন।
এ প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বলেন, আন্তর্জাতিক নারী দিবসের জন্য একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছি। যেখানে পুলিশ ইন্সপেক্টর চরিত্রে অভিনয় করছেন তমা মির্জা। দুর্ধর্ষ ও চ্যালেঞ্জিং পেশাতে শুধু পুরুষই নয়, নারীরাও সমানভাবে সামনে এগিয়ে যাচ্ছে এমন একটা বিষয় উঠে আসবে এই বিজ্ঞাপনচিত্রে।
ফিল্মমেট প্রোডাকশনের ব্যানারে এই নতুন বিজ্ঞাপনচিত্রে আরও বিভিন্ন চরিত্রে মডেল হিসেবে অভিনয় করছেন কারার মাহমুদ, আয়েশা মজিদ রোজী এবং শিশু শিল্পী নৈঋতা। বর্তমানে উত্তরার একটি সেটে এর দৃশ্যধারণের কাজ চলছে।
নারী দিবসেই দর্শকের সামনে আসবে পরিচালক বুলবুল বিশ্বাসের নতুন এই বিজ্ঞাপনচিত্রটি ।