প্রবীণ অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
অভিনেতার ভাই মাসুম পারভেজ রুবেল গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
অভিনেতা রুবেল বলেন, ভাইয়ের কোভিড ধরা পড়ায় গত তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
সোহেল রানা মহামারী শুরু হওয়ার আগে থেকেই বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় তার একটি ছবির শুটিং শুরু করার কথা ছিল। শারীরিক ও পারিপার্শ্বিক অবস্থার কারণে সেই সিনেমার শ্যুটিং করা হয়নি তার।
বিজ্ঞাপন
গুণী এই অভিনেতা বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা এগারো জন’ প্রযোজনা করেছিলেন। প্রযোজক হিসেবেই চলচ্চিত্রে তার আগমন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দিয়েছে সরকার।
চলচ্চিত্র জগতের বাইরে রাজনীতিতেও সোহেল রানার বিচরণ ছিল। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এইচ এম এরশাদের মৃত্যুর পর চলতি বছরের অক্টোবরে তিনি এই পদত্যাগ করেন।
সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত ২৫ ফেব্রুয়ারি 'দাগি' সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। শিহাব শাহীন পরিচালিত, আফরান নিশো-তমা মির্জা অভিনীত এই সিনেমাটির শুটিং সম্পন্ন হবার বিষয়টি পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, 'ইটস র্যাপ আপ'। হ্যাশট্যাগে লিখেছেন 'দাগি'।
ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকী কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, 'ভি' চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, 'র্যাপ আপ'!
এরপর নিশো মজা করে বলেন, 'সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!' জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকী কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত
'দাগি' সিনেমা নিয়ে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, "শিহাব শাহীন 'দাগি' সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হবেন। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশো। একটি ভালো গল্পনির্ভর চলচ্চিত্র হিসেবে দাগি'র নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি 'দাগি' পরিচালক শিহাব শাহিনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। কারণ দাগি'র পুরো টিম এই সিনেমার জন্য বেস্ট এফোর্ট দিয়েছে যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে।’
তিনি আরও বলেন, ‘‘ঈদে দাগি'র পাশাপাশি অনেক সিনেমা আসছে সবার জন্য আমার শুভকামনা। দাগি নিয়ে আমি একদমই চিন্তিত নই কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্পনির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মত পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মত অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।"
গত বছরের ডিসেম্বর মাসে 'দাগি' সিনেমার শুটিং শুরু হয়। সে সময় আফরান নিশো বলেছিলেন, "আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে 'দাগি'র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।"
‘সুড়ঙ্গ'র পর ‘দাগি’তে আবারও জুটিবদ্ধ হয়েছেন তমা মির্জা ও আফরান নিশো
আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত 'সুড়ঙ্গ'। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা জুটির দ্বিতীয় সিনেমা ''দাগি'।
'দাগি' সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ।
পাঁচ বছর ধরে তাদের মধ্যে চলছিল কাদা ছোড়াছুড়ি। ফেব্রুয়ারি মাসের শুরুতে জাভেদ আখতারের দায়ের করা মানহানি মামলায় কঙ্গনা রানাউতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দিয়েছিল মুম্বাইয়ের আদালত।
তবে মাস শেষ হওয়ার আগেই বদলে গেল ‘প্লট’। মধ্যস্থতা করে সেই মামলার নিষ্পত্তি করে নিলেন বলিউডের দুই তারকা।
জাভেদ কঙ্গনা রানাউত ও জাভেদ আখতার
শুধু তাই নয়, কোর্ট চত্বরে হাসিমুখে একফ্রেমে ধরাও দিয়েছেন জাভেদ-কঙ্গনা। একে-অপরের প্রশংসাতেও পঞ্চমুখ। সুখবরটা কঙ্গনা রানাউতই দিলেন গতকাল শুক্রবার। সাংসদ ও অভিনেত্রী জানান, “আজ আমি এবং জাভেদজি আমাদের আইনি লড়াই মিটিয়ে নিলাম। মধ্যস্থতার বিষয়ে জাভেদজি ভীষণই দয়ালু এবং প্রাণবন্ত। শুধু তাই নয়, আমার পরবর্তী সিনেমার জন্য গান লিখবেন বলেও কথা দিয়েছেন।”
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজেদের আইনজীবীর সঙ্গে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পৌঁছান দুই তারকা। এরপর সেখানেই আলোচনার মাধ্যমে ২০২০ সালে দায়ের করা মানহানি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বলিউডের প্রবীণ গীতিকার।
কঙ্গনা রানাউত
মামলা মিটে যাওয়ায় খুশি জাভেদ? সমাজমাধ্যমে ঘোষণার পর প্রশ্ন রেখেছিল সংবাদমাধ্যম। রসিকতায় তিনিও যে কম যান না, প্রমাণিত তার কথায়। জাভেদ বলেছেন, ‘চিন্তা নেই। আবারও কিছু না কিছু সমস্যা ঠিক খুঁজে নেব।’
বলিউড কুইন কঙ্গনার বিরুদ্ধে জাভেদ আখতারের এই মামলা প্রায় ৫ বছরের পুরনো, ২০২০ সালের। সে বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশেই। আত্মহত্যা না খুন- সেই মীমাংসা আজও হয়নি।
সেই উত্তাল সময়ে ‘নানা মুনির নানা মত’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কাটাছেঁড়া হয়েছিল। তবে সবাইকে ছাপিয়ে যায় কঙ্গনার বিস্ফোরক বক্তব্য।
জাভেদ আখতার
সুশান্ত সিং রাজপুত বলিউডের স্বজনপোষণ বা ‘নেপোটিজম’-এর শিকার, এমন মতপ্রকাশ করে কঙ্গনা দায়ী করেছিলেন বিশিষ্ট গীতিকার, দেশের অন্যতম সম্মানিত শিল্পী জাভেদ আখতারকে। দোষারোপ করতে গিয়ে দুজনের গোপন এক সাক্ষাৎকারের কথা প্রকাশ্যে এনে যা যা মন্তব্য করেছিলেন কঙ্গনা, তা যথেষ্ট অসম্মানজনক বলে মনে করেন বর্ষীয়ান সুরকার। আর তারপরই তিনি মানহানির মামলা করেছিলেন।
মুম্বাই আদালতে সেই মামলায় ৪০ দিন মামলার শুনানিতে যাননি কঙ্গনা। ফলে শুনানি ক্ষতিগ্রস্ত হয়। তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি আদালতে জানান, সংসদীয় কাজে ব্যস্ত অভিনেত্রী। আদালতে হাজির হওয়া সম্ভব নয়।
কঙ্গনা রানাউত ও জাভেদ আখতার
তা শুনে জাভেদ আখতারের আইনজীবী জয় কে ভরদ্বাজ পাল্টা আপিল করেন, আদালতের গুরুত্বপূর্ণ ৪০টি দিন নষ্ট করেছেন সাংসদ-অভিনেত্রী। তাই তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হোক। সওয়াল-জবাবের পর বিচারক জানিয়ে দেন, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আগে শেষ সুযোগ দেওয়া হচ্ছে তাকে। অন্যথায় গ্রেপ্তারি এড়ানো কঠিন হবে তার। যদিও সেই সময়ে আদালতের হুঁশিয়ারি নিয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি কঙ্গনা রানাউত।
তবে এবার সাংসদ-অভিনেত্রী নিজেই জানালেন যে, তারা মধ্যস্থতা করে মানহানি মামলার রফা করেছেন।
বরাবরের মতো এবারও অনুদানের জন্য চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য আহ্বান করেছে সরকার। ২০২8 ও ২০২৫ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে সর্বমোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্যাকেজ আগামী ৭ এপ্রিল বিকেল চারটার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়ার নির্দেশনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র দেশীয় নির্মাতা ও প্রযোজকেরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরাই কাহিনি জমা দিতে পারবেন। একই সঙ্গে নির্মাণের সার্বিক পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাবের ১২টি কপি জমা দিতে হবে। জমাকৃত ছবি থেকে বাছাই করে অনুদানের জন্য নির্বাচন করা হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ২০টি চিত্রনাট্য।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরাই কাহিনি জমা দিতে পারবেন।
একই সঙ্গে নির্মাণের সার্বিক পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাবের ১২টি কপি জমা দিতে হবে। জমাকৃত ছবি থেকে বাছাই করে অনুদানের জন্য নির্বাচন করা হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ২০টি চিত্রনাট্য।
মহাকাশে যাচ্ছেন বিশ্ববিখ্যাত মার্কিন পপ গায়িকা কেটি পেরি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে পেরির সঙ্গে এই মিশনে আছেন আরও পাঁচ নারী। পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি।
ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার পর এটিই হতে যাচ্ছে মহাকাশে প্রথম মিশন, যেখানে সবাই নারী। এই যাত্রায় কেটি পেরি ছাড়া আরও থাকবেন জেফ বেজোসের বাগ্দত্তা লরেন সানতেজ, সঞ্চালক গেইল কিং, সাবেক নাসার বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন ও চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন।
কেটি পেরি । ছবি: ইন্সটাগ্রাম
এই বসন্তেই এনএস-৩১ মিশনটি মহাকাশে যাত্রা করবে। আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন কেটি, মনে করা হচ্ছে তার আগেই এই সফর সম্পন্ন হবে।
এক বিবৃতিতে ব্লু অরিজিন জানিয়েছে, এমন একটি মিশনে অভিযাত্রীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন কেটি পেরি।
তিনি আশা প্রকাশ করেছেন, তাদের এই মিশন পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
কেটি পেরি । ছবি: ইন্সটাগ্রাম
৪০ বছর বয়সী কেটি পেরি এই সময়ের জন্যতম জনপ্রিয় গায়িকাদের একজন। ২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর কেটি হয়ে উঠেছেন সময়ের সেরা পপ গায়িকাদের একজন। তার সবশেষ স্টুডিও অ্যালবাম ‘১৪৩’ প্রকাশিত হয় গত বছর। তবে অ্যালবামটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।
গানের জন্য এ পর্যন্ত পাঁচবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও পাঁচবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি।
কেটি পেরি । ছবি: ইন্সটাগ্রাম