যে কেন্দ্রে শুধু পুরুষরা ভোট দিবেন
ভোট এলো, এলো ভোট-
-
|

ছবি: বার্তা২৪.কম
ঢাকা-৫ আসনের কদমতলী থানার দনিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রের সবাই পুরুষ ভোটার। দুই ওয়ার্ডের পুরুষদের জন্য এই ভোট কেন্দ্রে ৬ টি ভোট কক্ষ রয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ধনিয়া কলেজের কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণের সব আয়োজন আছে কিন্তু ভোটার উপস্থিতি কম।
ভোটার উপস্থিতির বিষয় জানতে চাইলে দনিয়া কলেজের ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান শিকদার বলেন, এখনো ভোটার আসতে শুরু করে নি। দু একজন এসে ভোট দিয়েছেন। আমরা ভোট গ্রহণে প্রস্তুত। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবেন।
ঢাকা-৫ আসনের দনিয়া সরকারি কলেজে ৭৮ নম্বর কেন্দ্র। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১ হাজার ৯৩৬ জন। নয়াপাড়া ও কবিরাজবাগ এলাকায় পুরুষ ভোটারদের জন্য এই কেন্দ্র।