ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে চাই: সিইসি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে চাই: সিইসি

ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে চাই: সিইসি

দেশবাসীকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন সিইসি এম এম নাসির উদ্দিন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়ায় মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার আ ম ম নাসির উদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশন এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। নিজের জমি মতো ভোট পাহারা দিতে হবে। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।’

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন চায় একটা নিরপেক্ষ, সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক। আমরা কারো পক্ষে কাজ করি না, করব না। এটা আমাদের অঙ্গীকার।’

বিজ্ঞাপন

এসময় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কুরাআন একাডেমির পরিচালক আলহাজ মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী উপস্থিত ছিলেন।