সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছেন নৌকার প্রার্থী শামীম হক: এ. কে. আজাদ
ভোট এলো, এলো ভোটফরিদপুর-৩ আসনে সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ. কে. আজাদ।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছেন শামীম হক। যা গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়। ৫টি মামলা ও ১৪টি জিডি করার পরও দু'একটি ছাড়া কার্যকর উদ্যোগ দেখা যাইনি। প্রতিরাতেই নেতাকর্মীদের মারধর ও হামলা করছে শামীম হকের সমর্থকরা।
একে আজাদ বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়াটাই ঈগল সমর্থকদের লক্ষ্য, অপরদিকে ভোটারদের মধ্যে ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন শামীম হক।
তিনি বলেন, শেষ মূহুর্তে এসে নিজেরাই নিজেদের ক্যাম্পে আগুন দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা করছেন নৌকা প্রার্থীর সমর্থকরা।
একে আজাদ বলেন, আগামীকাল ভোট, তার আগেই যেভাবে নেতাকর্মীদের ওপর হামলা মামলা করা হচ্ছে, আশঙ্কা হচ্ছে আগামীকাল ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে। যেখানে সরকার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ, সেখানে এখানকার প্রশাসন ঠিক তার উল্টো কাজ করছে। প্রশাসন সম্পূর্ণ একপেশি কাজ করছে।
তিনি আরও বলেন, পেট্রোল বোমা হাতে নৌকার সমর্থকদের দেখলেও প্রশাসন হয়রানি করছে ঈগল সমর্থকদের।