ভোটে কারচুপি হলে দায়ভার আমাদের ওপরও পড়বে: সিইসি
ভোট এলো, এলো ভোট-
-
|
ছবি: সংগৃহীত
ভোটে কারচুপি হলে তার দায়ভার কিছুটা আমাদের ওপরও পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মিট দ্য প্রেসে তিনি এ মন্তব্য করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম।
প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে। আপনারা কেন্দ্রে ক্যামরা নিয়োগ করবেন। ভালো হলে সেটাও তুলে ধরতে পারবেন। আবার দস্যুতা হলে সেটাও তুলে ধরবেন।