রিহ্যাব আবাসন মেলা, এক ছাদের নিচে স্বপ্নের ঠিকানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫’। চার দিনব্যাপী এ মেলার দ্বিতীয় দিনেই দর্শনার্থী ও সম্ভাব্য ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। কেউ খুঁজছেন স্বপ্নের ঠিকানা, কেউ বুকিং দিচ্ছেন পছন্দের ফ্ল্যাট, আবার কেউ কিনছেন রেডি অ্যাপার্টমেন্ট। এক ছাদের নিচে সব সুবিধা থাকায় মেলাকে ঘিরে ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বরাবরই বেশি।

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত এই মেলা জমে উঠেছে বিশেষ ছাড় ও অফারের কারণে। মেলায় আসা ক্রেতারা জানালেন, ঢাকার মতো চট্টগ্রামেও সবচেয়ে বেশি চাহিদা মাঝারি সাইজের ফ্ল্যাটের। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত উভয় শ্রেণির জন্যই থাকছে নানা অফার। কেউ খুঁজছেন পরিবারের জন্য নির্দিষ্ট ফ্ল্যাট, কেউ চাইছেন বিনিয়োগের জন্য প্লট। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও চেষ্টা করছে ক্রেতাদের আকর্ষণীয় অফার দিতে।

বিজ্ঞাপন

বাড়তি আকর্ষণ: কিডস জোন

এবারের মেলায় প্রথমবারের মতো শিশুদের জন্য বিশেষ কিডস জোন রাখা হয়েছে, যা বাড়তি উৎসাহ তৈরি করেছে দর্শনার্থীদের মধ্যে। ছুটির দিন শুক্রবার বিকেলে অনেকে তাদের সন্তানদের নিয়ে মেলায় আসেন। একদিকে ফ্ল্যাট ও প্লটের খোঁজ, অন্যদিকে শিশুরা ব্যস্ত খেলাধুলায়—সবমিলিয়ে মেলা হয়ে উঠেছে পারিবারিক বিনোদনের স্থানও।

বিজ্ঞাপন

বিশেষ ছাড় ও অফার

মেলার অন্যতম আকর্ষণ বিশেষ মূল্যছাড়। পূর্বাচল প্রবাসী পল্লী ও উইকন প্রপার্টিজ লিমিটেড গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিয়েছে এবং বুকিংয়ে বিশেষ ছাড় দিচ্ছে। এছাড়া সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট (সিপিডিএল), ইপিক প্রপার্টিজ লিমিটেড, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রকল্প নিয়ে এসেছে।

রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, আবাসন খাতের স্থবিরতা কাটিয়ে উঠতে মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা দেখছি, অধিকাংশ ক্রেতাই মাঝারি সাইজের ফ্ল্যাটের প্রতি আগ্রহী।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার তার প্রতিষ্ঠান আর এফ বিল্ডার্স লিমিটেড থেকে কক্সবাজারের রেডি স্টুডিও অ্যাপার্টমেন্ট এনেছেন। তিনি বলেন, আবাসন খাত নানা সমস্যার মধ্য দিয়ে গেলেও, ড্যাপ সংশোধন হলে এটি ঘুরে দাঁড়াবে।

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ টাকা, মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা, যা দিয়ে একজন দর্শনার্থী পাঁচবার প্রবেশের সুযোগ পাবেন। এছাড়া টিকিটের রাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

আবাসন খাতে বিনিয়োগ করতে আগ্রহী যারা, তাদের জন্য এই মেলা বড় সুযোগ। সরাসরি প্রকল্প পরিদর্শন, বিক্রেতাদের সঙ্গে আলোচনা এবং বিশেষ ছাড়—সব মিলিয়ে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার হয়ে উঠেছে এক ছাদের নিচে স্বপ্নের ঠিকানা খোঁজার অনন্য স্থান।

আগামী দুই দিনেও মেলায় দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। বিশেষ করে শেষ মুহূর্তের অফার পেতে অনেকে অপেক্ষা করছেন। তবে যারা এখনো আসেননি, তাদের জন্য সময় ফুরিয়ে যাচ্ছে। স্বপ্নের ঠিকানা খুঁজতে এই মেলা হতে পারে সেরা সুযোগ!