মৌসুম শেষে বাড়তি সবজির দাম
-
-
|

ছবি: বার্তা২৪.কম
সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে মৌসুম শেষ হওয়া সবজির দাম বেড়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে সরেজমিনে রাজধানীর আগারগাঁও তালতলা কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এ সময় ফুলকপি, বাধা কপি, শিম, বেগুন সহ শীতকালীন অনেক সবজির দাম ঊর্ধ্বমুখী বলে জানায় ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সবজি ব্যবসায়ী বার্তা২৪.কম’কে বলেন, এখন প্রায় সব সবজিই ৮০ টাকার উপরে। ৮০ টাকার নিচে তেমন কোন সবজি নাই। শীত শেষ হয়ে গেছে, সবজির মৌসুমও শেষ তাই দাম বাড়তেছে। এখন ত আর এসব সবজি উৎপাদন হচ্ছে না, দাম বাড়বে এটাই স্বাভাবিক।
বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির দাম কমে বাড়ছে শীতকালীন সবজির দাম। এর মধ্যে ঢেঁড়স প্রতি কেজি গত সপ্তাহেও ১২০ টাকায় বিক্রি হলেও তা এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি কেজিতে ২০ টাকা দাম কমে পটল ৮০ টাকায়, বরবটি ৮০ টাকায় ও করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও সাইজভেদে ফুলকপি ৩০-৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা, কাচা পেঁপে ৫০ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৬০-৮০ টাকা, শিম ৬০-৮০ টাকা, মটরশুঁটি ১২০ টাকা, ধনিয়া পাতা ৮০-১০০ টাকায়, কাঁচা মরিচ ১০০ টাকায় ও প্রতি পিস লাউ মাঝারি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ইফতারে প্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০-৮০ টাকা, ছোলা ১০০ টাকা, বুট ৯০ টাকা, খেসারি ডাল ১২০ টাকায়। এছাড়াও আলু ২৩-২৫ টাকা, পেঁয়াজ ৩৫-৪০ টাকা, নতুন রসুন ১০০, রসুন আমদানি ২৪০ টাকা, আদা ১০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
এছাড়াও অনেকটায় অপরিবর্তিত ছিলো আমিষ পণ্য। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়। সোনালী ২৮০-২৯০ টাকা, গরু ৭৮০ টাকা, খাসী ১২০০ টাকা, বকরি ১১০০ টাকা, প্রতি ডজন মুরগীর ডিম লাল ১২০ টাকা, সাদা ডিম ১১৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।
রোজার বাজারে দ্রব্যমূল্যের দাম কতটা স্বস্তি দিচ্ছে জানতে চাইলে আব্দুর রহমান নামের এক ক্রেতা বার্তা২৪.কম কে বলেন, এবার রোজা অনেকটায় স্বস্তিতে কেটেছে। রোজার শুরুতে দুয়েকটা পণ্য নিয়ে সমস্যা থাকলেও সেটা আর নাই। তবে শীত শেষ, স্বাভাবিকভাবে সবজির দামটা বাড়ছে। এখন অন্যান্য জিনিসের দামও যেনো এরকম স্থির থাকে।