সাইফ পাওয়ারটেকের সম্পদ নিলামে তুলছে ইউসিবি
-
-
|

ছবি: সংগৃহীত
৫১৭.৭৪ কোটি টাকা বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের সম্পদ নিলামে তুলছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
নিজস্ব ওয়েবসাইটে বৃহস্পতিবার এ বিষয়ে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউসিবি। আগামী ২৪ এপ্রিলের মধ্যে মূল্য উদ্বৃতি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
সাইফ পাওয়ারটেক ছাড়াও ই ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ম্যাক্সন পাওয়ার লিমিটেড নামে দুই কোম্পানির সম্পদ নিলামে তুলছে ইউসিবি। ই ইঞ্জিনিয়ারিং এর কাছে ১৯৭.৬৯ কোটি টাকা ও ম্যাক্সন এর কাছে ৩৯.৮১ কোটি টাকা বকেয়া ঋণ আছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ঋণ হিসেবে মোট ৭৫৫.২৪ কোটি টাকা আদায়ের জন্য ওই তিন কোম্পানির সম্পদ নিলামে তুলেছে ইউসিবি। তিনটি নিলামই ব্যাংকের মহাখালী শাখা থেকে জারি করা হয়েছে। নিলাম ২০০৩ সালের মানি লোন কোর্ট আইনের বিধান অনুযায়ী পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
ঋণ পরিশোধের লক্ষ্যে নিলামের আওতায় নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত দুটি বন্ধকী জমি বিক্রি করা হবে বলেও জানানো হয়।
চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার অপারেশনের প্রায় ৫৮ শতাংশ পরিচালনা করে সাইফ পাওয়ারটেক। মোংলা ও পানগাঁও বন্দরের কন্টেইনার পরিচালনাও করে এ প্রতিষ্ঠান। পাশাপাশি প্রতিষ্ঠানটি জেনারেটর ও ব্যাটারির ব্যবসা করে।
২০২৩-২৪ অর্থবছরের জন্য সাইফ পাওয়ারটেক শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। যার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে দেয়।