চীনে বিদেশি ব্র্যান্ড ফোনসেটের বিক্রি কমেছে ১২.৭ শতাংশ

  • অর্থনীতি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনে বিদেশি ব্র্যান্ড ফোনসেটের বিক্রির হার কমেছে। এর মধ্যে আইফোনের মতো ফোনসেটও রয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের আগস্ট মাসে এ বিক্রির হার কমেছে ১২.৭ শতাংশ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) চীনের সরকারের সঙ্গে সম্পর্কিত এক গবেষণা সংস্থার বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইটি) জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্ট মাসে বিদেশি ব্র্যান্ডের ফোনসেটের বিক্রির হার কমেছে।

বিজ্ঞাপন

এ বছরের আগস্ট মাসে বিক্রি হয়েছে, ১৮ লাখ ৭০ হাজার ফোনসেট। অন্যদিকে, ২০২৩ সালের আগস্ট মাসে বিদেশি ব্র্যান্ড ফোনসেট বিক্রি হয়েছে ২ কোটি ১৪ লাখ ২ হাজার।

এদিকে, সিএআইটি-র তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চীনে দেশিবিদেশি ফোনসেটের বিক্রির হার ২৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে, ২ কোটি ৪০ লাখ ৫ হাজার ফোনসেট।