রাতেই জাবির 'বি' ইউনিটের ফল ঘোষণা

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটের ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট তিনটি শিফটে অনুষ্ঠিত 'বি' ইউনিটের পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল প্রায় ৮১ দশমিক ২৪ শতাংশ৷ এছাড়া আজ রাতেই 'সি', 'সি-১' ও 'বি' ইউনিটের ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে৷

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার শেষ দিন দ্বিতীয় ও তৃতীয় শিফটে 'বি' ইউনিটের ভর্তিচ্ছু ছাত্রীদের ভর্তি পরীক্ষা ও চতুর্থ শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

বিজ্ঞাপন

সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটে মোট আসন ৩২৬। আবেদন পড়েছে ২৩ হাজার ৭৬৯টি। সে হিসেবে আসন প্রতি লড়বেন ৭৩ জন ভর্তিচ্ছু্ু৷

সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামছুল আলম বলেন, 'বি' ইউনিটে মোট আসন সংখ্যা ৩২৬টি। মোট আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৬৯টি। আজকের পরীক্ষায় ১০ হাজার ২৮০ জন ভর্তিচ্ছু ছাত্রী এবং ৮ হাজার ৯৯৭ জন ভর্তিচ্ছু ছাত্র অংশগ্রহণ করেছেন৷

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকের পরীক্ষায় ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৭৯ দশমিক ৫৬ শতাংশ এবং ভর্তিচ্ছু ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ দশমিক ৯২ শতাংশ৷ সে হিসেবে মোট উপস্থিতির হার প্রায় ৮১ দশমিক ২৪ শতাংশ৷

এছাড়াও জাবির প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত 'সি', 'সি-১' ও 'বি' ইউনিটের ফলাফল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতির সাথে সংশ্লিষ্ট রিসোর্স পারসন কমিটি টিম৷

এছাড়া আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় 'সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অনুষ্ঠিত হবে৷ চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে৷