শেকৃবিতে ছাত্রদল-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শেকৃবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শেকৃবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। অন্যদিকে, কিছুটা দূরে শেকৃবি ছাত্রদল তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

বিক্ষোভ কর্মসূচির বিবরণ পূর্বঘোষিত সময় অনুযায়ী রাত ১০টায় টিএসসির সামনে থেকে মশাল মিছিল শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা "টেম্পু স্ট্যান্ড না শিক্ষা, শিক্ষা শিক্ষা", "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ"—এমন নানা স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে, একই সময় কেন্দ্রীয় মাঠের দিকে অবস্থান নেয় ছাত্রদল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল নিয়ে বের হলে ছাত্রদলও পাল্টা মিছিল নিয়ে এগিয়ে আসে। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দুই সংগঠন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট শাখার ফর্ম বিতরণকে কেন্দ্র করে ভুয়া সংগঠন ও বহিরাগতরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদেই শেকৃবি ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।"

অন্যদিকে,শেকৃবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহিদ হাসান বলেন, "জুলাই-আগস্টের অভ্যুত্থানে ২ হাজারেরও বেশি শহীদ হয়েছেন, ৩০ হাজার আহত হয়েছেন এবং ৬০০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। শহীদদের এই আত্মত্যাগ কারো রক্তচক্ষু দেখার জন্য হয়নি।"

তিনি আরও বলেন, "নবীন ২৪ ব্যাচের শিক্ষার্থীরা একটি বিপ্লবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারা চাইলে শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন বা যেকোনো দল করতে পারে। কেউ তাদের নির্দিষ্ট দলে যেতে বাধ্য করতে পারবে না।"