'বি' ইউনিটে পরীক্ষার মাধ্যমে শেষ হলো জাবির ভর্তি পরীক্ষা

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ষষ্ঠ দিন কলা ও মানবিকী অনুষদভক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিট এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শেষ হলো এবারের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা৷

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ একইদিনে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দ্বিতীয় ও তৃতীয় শিফটে ভর্তিচ্ছু ছাত্রীদের এবং চতুর্থ শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নতুন কলা ভবনে ভতি পরীক্ষা পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমি সহকর্মীসহ সকল অংশীজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল টিমের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে রোভার স্কাউট, বিএনসিসি,গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি৷

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাচ্ছে।