নারী কাবাডিতে খেলতে তেহরান যাচ্ছে বাংলাদেশ দল

বিবিধ, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-03-02 18:52:33

ইরানের রাজধানী তেহরানে থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসর। আর এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে থাকছে বাংলাদেশও। লাল-সবুজ জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করতে আজ রোববার রাতে দেশ ছাড়বে বাংলাদেশের শ্রাবণী মল্লিকারা।

এই আসরকে সামনে রেখে গত মাসের ১০ জানুয়ারি ক্যাম্প করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। প্রস্তুতি ভালোভাবে শেষ করতে পারায় এবারের আসরে ব্রোঞ্জ জয়ের প্রত্যাশা নিয়ে ইরানে যাচ্ছে দল। এ সর্ম্পকে দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন,‘যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাবো—ওটা মোটেও বাস্তব সম্মত হবে না। বর্তমান অবস্থান বিবেচনায় ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এ বাস্তবতা মাথায় রেখেই খেলতে হবে আমাদের। আমি বিশ্বাস করি ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সে লক্ষ্য নিয়েই আমরা ইরান যাচ্ছি।

উল্লেখ্য ২০০৫ সালে শুরু হওয়া এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটা হতে যাচ্ছে ৬ষ্ঠ সংস্করণ। বিগত পাঁচ আসরের মধ্যে ২০০৫ সালে অভিষেক আসরে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: শ্রাবণী মল্লিক(অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস, রুপালি সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুন।

এ সম্পর্কিত আরও খবর