ক্রিকেট বিশ্বে ভারতের আধিপত্যের কথা সবার জানা। যে কোনো টুর্নামেন্টে ভারতকে বাড়তি সুবিধা দেয় ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি এমন অভিযোগও আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে আবার সেই পুরোনো অভিযোগগুলো সামনে আসছে।
১৯৯৬ সালের পর প্রায় তিন দশক পর পাকিস্তানে আয়োজিত হচ্ছে ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর। এ আসরের আয়োজক পাকিস্তান। সবগুলো ম্যাচ হওয়ার কথা পাকিস্তানে। তবে বাধা হয়ে দাঁড়ায় ভারত। ভারত দলকে পাকিস্তানে পাঠায়নি বিসিসিআই। যে কারণে কেবল ভারতের ম্যাচগুলো আয়োজিত হচ্ছে দুবাইয়ে।
ভারতের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে গ্রুপ বি থেকে সেমিফাইনালে খেলা দুই দল। তাদের সেমিফাইনাল কোথায়,কবে আয়োজিত হবে তা জানা যাবে আজকের ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পরে। অন্যদিকে ভারত সবগুলো ম্যাচই খেলছে একই মাঠে,একই হোটেলে থেকে। ভারতের এমন সুবিধা নিয়ে কথা বলেছেন অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। এবার ক্রিকেট বিশ্বে ভারতের দাপট কমানোর উপায় বললেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হক।
পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে ইনজ়ামাম বলেন,‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ছেড়েই দিন। বিশ্বের সব দেশের সেরা খেলোয়াড়েরা আইপিএল খেলে। অথচ ভারতের ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। সব দেশের বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার না ছাড়া। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে না দিলে, অন্য দেশের বোর্ডগুলিরও কড়া অবস্থান নেওয়া উচিত।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের অন্যতম প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে। সম্ভবত সে কারণেই ইনজ়ামাম আইপিএলের বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলেছেন।