ভারতীয় ক্রিকেটের ব্যাটিংস্তম্ভ বিরাট কোহলি। আধুনিক ক্রিকেট তো বটেই,সর্বকালের সেরাদের তালিকায় উপরের দিকে থাকবে কোহলির নাম। সেই কোহলি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছেন তার ওয়ানডে ক্যারিয়ারের ৩০০ তম ম্যাচ।
এ ম্যাচে অবশ্য ব্যর্থ হয়েছেন কোহলি। ফিরেছেন মাত্র ১১ রান করেই। তবে তাতে কি! কোহলির জন্ম তো রেকর্ড ভাঙার জন্য। ব্যর্থতার দিনেও এক অনন্য রেকর্ড গড়েছেন ৩৬ বছর বয়সী এ ভারতীয় ব্যাটার।
কোহলির আজ ওয়ানডে ক্যারিয়ারের ৩০০ তম ম্যাচ খেলতে নামার আগে,বিশ্বের আরও ১৭ জন খেলোয়াড় এ তালিকায় আগে থেকেই আছেন। আর ভারতীয়দের মাঝে সপ্তম ক্রিকেটার হিসেবে তালিকায় নাম লিখিয়েছেন কোহলি।
তবে এ ম্যাচে কোহলি গড়েছেন এমন এক রেকর্ড যা আগে কোনো ক্রিকেটার স্পর্শ করেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৩০০ ম্যাচ খেলার পাশাপাশি অন্য দুই ফরম্যাটেও ১০০ ম্যাচ খেলেছেন কোহলি। বিশ্বের আর কোনো খেলোয়াড় নেই যিনি টি-টোয়েন্টি ও টেস্টে ১০০ এবং ওয়ানডেতে ৩০০ ম্যাচ খেলেছেন।
ওয়ানডেতে ৩০০ ম্যাচে ৫৮.০১ গড়ে ৯৩.৪ স্ট্রাইক রেটে ১৪০৯৬ রান করেছেন কোহলি।