ভারতকে সিরিজ খেলার চ্যালেঞ্জ দিলেন মুশতাক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-03-02 15:57:23

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। অবশ্য হারের এই ধারাবাহিকতা এই আসরে নয়, গত কয়েক বছর ধরে ভারতের কাছে পাত্তা পাচ্ছে না একসময়ের ক্রিকেটের পরাশক্তি পাকিস্তান। দলের এমন বিপর্যয়ের মুখে যখন সবাই যখন মোহাম্মদ রিজওয়ানদের সমালোচনায় মুখর,ঠিক তখনই ভারতকে পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটে ১০টি করে সিরিজ খেলার চ্যালেঞ্জ দিয়েছেন দেশটির কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক।

পাকিস্তানি সংবাদমাধ্যমে এক অনুষ্ঠানে মুশতাক বলেন, ‘যদি আমরা রাজনৈতিক বিষয় বাইরে রাখি, তাহলে দেখতে পাব ভারত দারুণ ক্রিকেট খেলছে এবং তাদের অসাধারণ সব ক্রিকেটার আছে। যদি তারা ভালো দল হয়ে থাকে, আমার মতে চলুন পাকিস্তানের সঙ্গে ১০টি করে টেস্ট,ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলি। এরপরই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’

মুশতাকের দাবি, যদি আমরা (পাকিস্তান) সুষম প্রস্তুতি ও সঠিক নির্দেশনা পাই, তাহলে আমরা এমন অবস্থানে পৌঁছাতে পারব, যেখানে বিশ্ব ক্রিকেট এবং ভারতকে সঠিক প্রতিদ্বন্দ্বিতা দেখানো যাবে।’

দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১২ সালে ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। এর লম্বা সময়ে পার হলেও বেশ কয়েকবার দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা মাঠে গড়ায় নি। যে কারণে আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্ট ছাড়া সাক্ষাৎ ঘটে না এই দ্বৈরথের।

এ সম্পর্কিত আরও খবর