আসরে টিকে থাকার লড়াইয়ে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ রান করেছে ২৩৬। এ ম্যাচে জিততে বোলারদের করতে হবে অবিশ্বাস্য কিছু। সেটাই করে দেখালেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। শুরুতেই নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নিয়েছেন তারা।
প্রথম আঘাতটা হানেন তাসকিন ইনিংসের প্রথম ওভারেই। আগের ম্যাচের সেঞ্চুরি করা উইল ইয়াংকে তাসকিন রানের খাতাই খুলতে দেননি। টানা ৫ বল ডট দেওয়ার পর ওভারের শেষ বলে ইয়াংকে বোল্ড করেছেন তাসকিন।
তাসকিনের পর দ্বিতীয় ওভার করতে আসেন নাহিদ রানা। সে ওভারে অবশ্য কোনো উইকেটে দেখা পাননি নাহিদ। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসে ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসনের উইকেট তুলে নেন নাহিদ। কাভার ড্রাইভ খেলতে গিয়ে ব্যাট স্পর্শ করে যাওয়া বর তালুবন্দি করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। আর তাতেই রান করে সাজঘরে ফিরতে হয়েছে উইলিয়ামসনকে।
এই রিপোর্ট লেখার সময় ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান করেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ১০ ও রাচীন রবীন্দ্র অপরাজিত আছেন ১৩ রানে।