ব্যর্থ রিয়াদ-মুশফিক; চাপে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-24 17:46:36

চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার সেই একই প্রতিপক্ষের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে শুরুটা ভালো করেছিল টাইগাররা। তবে আবারও সেই পুরনো ব্যাটিং বিপর্যয়! ৯৭ থেকে ১১৮ রান করতে মাত্র ২১ রানের ব্যবধানে বাংলাদেশ হারিয়েছে তিন উইকেট।

টসে জিতে ব্যাট করতে নেমে দলকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনে গড়েন ৪৫ রানের জুটি। এর পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ।

মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের উইকেট হারানোর পর বড় দায়িত্ব ছিল দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের উপর। কিন্তু অভিজ্ঞতার মূল্যায়ন করতে পারেননি দুজনের কেউই। চাপের মুহূর্তে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন দুজনই। মুশফিক করেছেন ২ রান আর রিয়াদ আউট হয়েছেন ৪ রান করেই।

এমন বিপর্যয়ের মাঝে দলের হাল ধরা অধিনায়ক শান্তও ফিরেছেন দলীয় ১৬৩ রানের মাথায়। আউট হওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে ৭৭ রান।
এ রিপোর্ট লেখার সময় ৩৭.২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে বাংলাদেশ। জাকের অপরাজিত আছেন ২০ রানে।

এ সম্পর্কিত আরও খবর