‘আ.লীগের সঙ্গে আপস করলে মজলুমের সঙ্গে প্রতারণা করা হবে’

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-03-22 17:18:35

জুলুম ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপস করলে মজলুমের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না।

শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে হাসনাত বলেন, জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, জিয়াউর রহমানকে তারা জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামায়াত তাদের নেতাদের জীবন দিয়ে সেই দায় পূরণ করেছেন। আমরা তাদের সুযোগ তৈরি করে দিলে আমাদেরও সেই দায় মেটাতে হবে।

জুলাই অভ্যুত্থানের অন্যতম এ নেতা বলেন, যে বাংলাদেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি, পিলখানা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হয়নি সেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না। দশটা নমরুদ ও দশটা ফেরাউন মিলেও একটা হাসিনা হতে পারবে না।

এ সম্পর্কিত আরও খবর