আত্মপ্রকাশের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক যাত্রা শুরু করলো গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে দ্বিতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রায়ের বাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ সময় জুলাই আগস্ট আন্দোলনের আকাঙ্ক্ষাকে সঠিকভাবে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের যে আত্মত্যাগ, যে আকাঙ্ক্ষা থেকে আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলাম সে আকাঙ্ক্ষাকে যেন আমরা সঠিকভাবে ধারণ করতে পারি। সেই জায়গা থেকে এনসিপির কার্যক্রম শুরু করছি।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের জন্য আমরা তাদেরকে স্যালুট জানাই।
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে আন্দোলনে নিহত, আহতদের কষ্ট কিছুটা হলেও কিছুটা হলেও কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যতোদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে।
তিনি বলেন, যে ভাইয়ের লাশের জন্য আমার একজন মা আহাজারি করে, যে খুনির নির্দেশে আমার ভাইগুলোকে হত্যা করা হয়েছে। সেই খুনির বিচার না দেখা পর্যন্ত এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করতে পারি। খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এর আগে কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি যেন অন্য কোনো কিছুর চিন্তা না করে।
এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারাদেশের সর্বস্তরের জনতা, সাংবাদিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক, ছাত্রসহ সকলকে আমরা শুভেচ্ছা জানাই। ৭১ সালে লাখো শহীদের জীবনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। বাংলাদেশে ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ সারাদেশের নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ একাত্তরের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশ গড়ার কথা ছিলো সে বাংলাদেশ নির্মাণে এনসিপি কাজ করে যাবে।
এছাড়া আজ বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।