জামায়াত নেতাকে মারধরের ঘটনায় বিএনপির কারণ দর্শানোর নোটিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনা জেলাধীন সুজানগর উপজেলা টিএনও কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, পাবনা জেলাধীন সুজানগর উপজেলা টিএনও কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল খান এর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।