বরিশালে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, বরিশাল |

বরিশালে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

বরিশালের সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আবির ইসলাম সিয়াম (১৮)। তিনি হাতেম আলী কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বরিশালের কাউনিয়া এলাকার কমিশনার গলির বাসিন্দা আলমগীর খানের ছেলে।

বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে আবির তার ছোট ভাই আলভী, বন্ধু সৌরভ ও পাভেলের সঙ্গে সায়েস্তাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোখলেস মেম্বারের বাড়ির পাশের নদীতে গোসল করতে যান। একপর্যায়ে সবাই তীরে উঠতে সক্ষম হলেও আবির পানির গভীরে তলিয়ে যান।

স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে নদী থেকে আবিরের মরদেহ উদ্ধার করে।

বরিশাল কাউনিয়া থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উদ্ধারকাজে সহায়তা করে।

সদর নৌ থানার এসআই মোঃ বেলায়েত হোসেন বলেন, নিহতের পরিবার সঙ্গে থাকায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow