মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর সন্তান আব্দুল মাজেদ খান (২৯) নিহত হয়েছেন। আব্দুল মাজেদ খাঁন কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খাঁনের ছেলে। নয় মাস আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন সে।
গত সোমবার (১০ মার্চ) সকালে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
নিহত মাজেদের পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের বড় ছেলে মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যায়। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত সোমবার সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাওয়ার সময় পথে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় পড়ে তিনি নিহত হন।
মৃত্যুর খবর জানার পর কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবারের লোকজন। মাজেদর মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের। পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে ঘরের বারান্দায় বার বার জ্ঞান হারাচ্ছেন মা। বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
নিহত মাজেদ খাঁনের বাবা মোয়াজ্জেম খাঁন বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয় এ জন্য তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।