রাজধনীর উত্তরখান থানার পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়া (৫০)। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুই তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের আটক করার কথা নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম।
তিনি বলেন, বেশ কিছুদিন আগে কমলাপুর থেকে এক তরুণ ও এক তরুণীকে উত্তরখানের ভাড়া বাসায় নিয়ে এসেছিলেন উপাধ্যক্ষ সাইফুল। ভাড়া বাসায় থাকা ওই তরুণ-তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। আমরা ধারণা করছি, হয়তো কোনো কারণে ওই দুই তরুণ-তরুণী তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করতে পারেন। তাদের আটক করে নিয়ে আসা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
ডিসি জানান, মঙ্গলবার ময়নাতদন্ত শেষে নিহত সাইফুর রহমান ভুঁইয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার ভোরে রাজধনীর উত্তরখান ধানাধীন পুরান পাড়া এলাকায় হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাকে উত্তরার লেকভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুপুর দেড়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় সাইফুর রহমানের বড় ভাই ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাকতেন। তবে কিছুদিন আগে তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন।