লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে।
বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এক শ্রমিক ভুট্টাক্ষেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। মুহূর্তেই হাজারো মানুষের সমাগম হলেও মাথা না থাকায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। আশেপাশের ভুট্টা ও তামাকক্ষেতসহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্লু উদ্ধারে ও ঘাতক শনাক্ত করতে থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা ও সিআইডি পুলিশও মাঠে কাজ করছে।
স্থানীয়রা জানান, নারীর পড়নে ছিল সবুজ রঙের সালোয়ার, কালো রঙের বোরকা ও স্কার্ফ। পায়ের রাজিয়া সুজ (হিল) পাশে পড়ে ছিল। এছাড়া, একজোড়া পুরুষের স্যান্ডেল ও মানকি টুপি লাশের পাশে পড়ে থাকতে দেখা গেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে নিয়ে ঘাতকরা পালিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা কঠিন হচ্ছে। ধারণা করা হচ্ছে, বুধবার ভোররাতে ঘাতকরা গলা কেটে হত্যা করে মাথা নিয়ে পালিয়েছে। মাথা খুঁজে বের করা ও নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।